ছবি সংগৃহীত

বিশ্বখ্যাত অস্কার : ইতিহাস থেকে বর্তমান

শামীমা সীমা
সহ সম্পাদক
প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ০৬:৫৫
আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ০৬:৫৫

ছবি: সংগৃহীত।

(প্রিয়.কম) সেই ১৯২৯ সাল থেকে যাত্রা শুরু করে বিশ্বের সেরা চলচ্চিত্র সম্মান পুরস্কার ‘অস্কার’। শুধু চলচ্চিত্রের ইতিহাসেই নয়, বিশ্বের শিল্প সাহিত্যের ইতিহাসে অস্কার পুরস্কার সবচেয়ে আলোচিত এবং সম্মানজনক পুরস্কার হিসেবে সকল তারকার আকাঙ্ক্ষিত বটে।

প্রথম অস্কার
১৯২৯ সালের ১৬ মে হলিউডের রুজভেল্ট হোটেলের ব্লজম রুমে প্রথম অস্কার পুরস্কার দেয়া হয়। চলচ্চিত্রের ইতিহাসে প্রাচীনতম, জনপ্রিয় এবং প্রভাবশালী এই পুরস্কার দিয়ে থাকে একাডেমি অব মোশন পিকচার্স এণ্ড সাইন্স (এএমপিএএস) নামের একটি অলাভজনক প্রতিষ্ঠান। ১৯৩৫ সাল থেকে প্রিন্সওয়াটারহাউস এই পুরস্কারের জন্য ভোট গ্রহণ করে আসছে।

েেি১৯২৭ সালের ১ আগস্ট থেকে ১৯২৮ সালের ১ আগস্ট নাগাদ যে সব চলচ্চিত্র মুক্তি পেয়েছিল তারমধ্যে থেকে বিচার করে এই পুরস্কার বিতরণ করা হয়। আমেরিকার একাডেমি অব মোশন পিকচার্স আর্টস এণ্ড সাইন্স নামের প্রতিষ্ঠান ১৯২৭ সালে সিদ্ধান্ত নিয়েছিল শিল্প, সাহিত্য, বিজ্ঞানের সমন্বয় চলচ্চিত্র নামের যে মাধ্যম গড়ে উঠেছে তার বিভিন্ন ক্ষেত্রে পুরস্কার প্রবর্তন করবে এবং সংশ্লিষ্টদের উৎসাহী করে তুলবে। এর ফলেই জন্ম হয় বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র পুরস্কারের।

অস্কার পদক
এই পুরস্কারটির নাম আসলে ‘একাডেমি অ্যাওয়ার্ড অব মেরিট’ আর পদকটির নাম ‘অস্কার’। এখন অবশ্য ‘অস্কার’ নামেই পুরস্কার ও পদক দুটোই পরিচিত। অস্কার নামটি কোথা থেকে এলো তা নিয়ে সুনিশ্চিত কোন ধারণা নেই। কেউ বলে থাকেন একাডেমি লাইব্রেরিয়ান মার্গারেট হারিক এই পুরস্কার দেখে বলেছিলেন এই পদকের মানুষটি দেখতে তাঁর চাচা অস্কারের মতো, সেই থেকে এই নামকরণ। আরেকটি মত হলো, ১৯৩৪ সালে ৬ষ্ঠ অস্কার প্রদানের সময় হলিউডের কলাম লেখক সিডনি সোলস্কি ক্যাথারিন হেপবার্নের সেরা অভিনেত্রীর পুরস্কারটিকে অস্কার বলে সম্বোধন করে ছিলেন। মত যাই হোক, ১৯৩৯ সাল থেকে একাডেমি অ্যাওয়ার্ড অব মেরিটকে অস্কার নামে ডাকা শুরু হয়ে যায়।

্েীিঅস্কারের নকশা ও নকশাকার 
বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান এমজিএম-এর শিল্প নির্দেশক সেডরিক গিবসন অস্কার পদকের নকশা করেন। এই ট্রফিতে দেখা যায় একজন নাইট ফিল্ম রিলের উপর দাঁড়িয়ে আছেন আর তার ক্রুসেডের তরবারি। লস এঞ্জেলেসের ভাস্কর জর্জ স্ট্যানলি এই নকশা অবলম্বনে ত্রিমাত্রিক ট্রফি নির্মাণ করেন।

১৯২৯ সালে প্রথম প্রবর্তনের পর থেকে আজ পর্যন্ত মোট ২৮০৯টি পদক বিতরণ করা হয়েছে। সাড়ে ১৩ ইঞ্চি উচ্চতার এই পদকটির ওজন সাড়ে আট পাউন্ড। ব্রোঞ্জের এই পদকটি ২৪ ক্যারেটের সোনায় মোড়ানো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ধাতুর সরবরাহ কমে যাওয়াও তিন বছর অস্কার পদকটি রঙ করা প্লাস্টারে বানানো হয়। যুদ্ধ শেষে অবশ্য এই পদকগুলো ফেরত নিয়ে নতুন করে ধাতু ও সোনায় মোড়ানো পদক দেয়। গত ৮৭ বছর ধরে এই পুরস্কার বিশ্বের চলচ্চিত্র প্রেমী ও কর্মীদের কাছে সবচেয়ে আকর্ষণীয়, লোভনীয় এবং বিতর্কিত পুরস্কার হিসাবে আলোচনার শীর্ষে রয়ে গেছে।

েীিাীঅস্কারের সূচনা সময়
মাত্র ২৭২ জন লোক নিয়ে ১৯২৯ সালের ১৬ মে রুজভেল্ট হোটেলে এ পুরস্কারের সূচনা হয়েছিল। প্রথম বছরে পুরস্করপ্রাপ্তদের তিন মাস আগেই জানিয়ে দেয়া হয়েছিল, ফলে মূল অনুষ্ঠানে কোন চমক ছিল না, স্রেফ আনুষ্ঠানিকতা ছিল। পরের বছর থেকে একাডেমি সিদ্ধান্ত নেয়, কোন পুরস্কার প্রাপ্তকে আগে থেকে জানানো হবে না, তবে ওই দিন সকালেই পত্রিকাগুলোকে জানিয়ে দেয়া হতো। ১৯৪০ সালে লস এঞ্জেলস টাইমস বিকালের সংস্করণে পুরস্কার প্রাপ্তদের নাম ছেপে দেয়। এর ফলে ১৯৪১ সাল থেকে আগেভাগে কাউকেই পুরস্কার প্রাপ্তদের নাম আর জানানো হয় না। ১৯৪১ সাল থেকেই নিয়ম করা হয়, মূল অনুষ্ঠান চলাকালে খাম খুললেই কেবলমাত্র জানানো যাবে কে পুরস্কার পেয়েছে। আজ পর্যন্ত সেই খাম খোলার চমক অটুট রয়েছে।

erwer4অস্কারে লাইভ জয়
১৯২৯ সালে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৫টি পদক দেয়া হয়েছিল। সে বছর সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন জার্মান অভিনেতা এমিল জ্যানিংস, যাকে পুরস্কারের আগেই দেশে ফিরতে হয়েছিল। তাই তার পুরস্কারটি সবার আগে নির্মাণ করে অনুষ্ঠানের আগেই দিয়ে দেয়া হয়। সেই বিবেচনায় প্রথম অস্কার পদক নির্মাণ করা হয় এমিল জ্যানিংসকে দেয়ার জন্য। প্রথম পুরস্কার অনুষ্ঠানটি খুব একটা নজর কাড়ে নি। কিন্তু পরের বছর থেকেই এটি পত্রিকা ও বেতার কেন্দ্রগুলোর কাছে আকর্ষণীয় একটি ইভেন্টে রূপান্তরিত হয়। লস এঞ্জেলস রেডিও দ্বিতীয় বছরের পুরস্কারটি এক ঘণ্টার লাইভ অনুষ্ঠান হিসাবে প্রচার করে। সেই থেকে আজ পর্যন্ত অস্কার অনুষ্ঠান লাইভ প্রচার চলছে।

১৯৫৩ সাল থেকে টিভিতে অস্কার অনুষ্ঠান লাইভ প্রচার শুরু হয়। একটি রেডিও স্টেশনের মাধ্যমে যে অনুষ্ঠানের লাইভ প্রচার শুরু হয়েছিল আজ বিশ্বজুড়ে শ’খানেক দেশের টিভি চ্যানেলে এটি সরাসরি দেখানো হয়।

sfsetচলচ্চিত্রে শাখায় সেরার নাম বদল
অস্কারে সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কার হলো সেরা চলচ্চিত্র পুরস্কার। ১৯২৭ ও ১৯২৮ সালের ছবিগুলোর মধ্য থেকে প্রথম অস্কারে কোন সেরা চলচ্চিত্র পুরস্কার ক্যাটাগরি ছিল না। এর বদলে দুটো পুরস্কার ছিল, একটি হলো সবচেয়ে অনন্য চলচ্চিত্র, যা পায় উইংস, অন্যটি হলো সবচেয়ে শৈল্পিক মানসম্পন্ন প্রযোজনা- যা পায় সানরাইজ। দুটো পুরস্কারই সমান গুরুত্বপূর্ণ ছিল। পরের বছর একাডেমি সেরা চলচ্চিত্রের ক্ষেত্রে একটিই পুরস্কার প্রবর্তন করে যাকে তারা অনন্য প্রযোজনা নাম দেয় এবং পূর্ববর্তী উইংসকে এই ক্যাটাগরিতে ঠাঁই দেয়। এই বিবেচনায় প্রথম অস্কার প্রাপ্ত সেরা ছবি হলো ‘উইংস’। তবে সেরা চলচ্চিত্রের পুরস্কারটিকে বিভিন্ন সময় বিভিন্ন নামে ডাকে হয়েছে। ১৯৪১ সালে সেরা ছবির ক্যাটাগরির নামকরণ আবার বদল হয়, এখন থেকে এ পুরস্কারের নাম হয় অনন্য গতিশীল চলচ্চিত্র। ১৯৪৪ সালে এই পুরস্কারের নাম হয় শ্রেষ্ঠ গতিশীল চলচ্চিত্র। ১৯৬২ সাল থেকে এই পুরস্কারের নামকরণ হয় সেরা চলচ্চিত্র।

srfetপ্রথম মনোনয়ন
প্রথম বছর সেরা চলচ্চিত্রের জন্যে তিনটি ছবি মনোনয়ন পেয়েছিল। পরবর্তী তিন বছর পাঁচটি করে ছবি মনোনয়ন পায়। এটি বাড়তে বাড়তে ১৯৩৩ সালে আটটি, ১৯৩৪ সালে ১০টি এবং ১৯৩৫ সালে ১২টি চলচ্চিত্র মনোনয়ন পায়। ১৯৩৭ সাল থেকে ১০টি ছবিকে মনোনয়ন দেয়া শুরু হয় এবং ১৯৪৫ সাল থেকে ৫টি চলচ্চিত্রকে সেরা মনোনয়ন দেয়া শুরু হয়। ২০০৯ সাল থেকে সেরা চলচ্চিত্রের জন্যে আবার ১০টি করে চলচ্চিত্রকে মনোনয়ন দেয়া শুরু হয়েছে। শুরুতে সেরা চলচ্চিত্রের পুরস্কারটি তুলে দেয়া হতো প্রযোজনা প্রতিষ্ঠানের হাতে, ১৯৫১ সালে থেকে তা দেয়া হয় প্রযোজকের হাতে।

dtrtঅস্কার ক্যাটাগরি

বর্তমানে ২৪টি ক্যাটাগরিতে অস্কার পুরস্কার দেয়া হয়। মজার বিষয় হলো একাডেমি এওয়ার্ডের পাশাপাশি স্টুডেন্ট একাডেমি অ্যাওয়ার্ডও দেয়া হয়। এই ক্যাটাগরিগুলো হলো: কেন্দ্রীয় চরিত্রে সেরা অভিনেতা, পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা, কেন্দ্রীয় চরিত্রে সেরা অভিনেত্রী, পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী, সেরা রূপান্তরিত চিত্রনাট্য, সেরা অ্যানিমেশন চিত্র (২০০১ সালে প্রবর্তিত), সেরা অ্যানিমেশন স্বল্পদৈর্ঘ চিত্র, সেরা শিল্প নির্দেশনা, সেরা চিত্রগ্রহণ, সেরা পোশাক পরিকল্পনা, সেরা পরিচালক, সেরা তথ্যচিত্র, সেরা স্বল্পদৈর্ঘ তথ্যচিত্র, সেরা ফিল্ম এডিটিং, সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র, সেরা মেকআপ, সেরা মৌলিক সুর, সেরা মৌলিক গান, সেরা মৌলিক চিত্রনাট্য, সেরা মৌলিক কাহিনি, সেরা চলচ্চিত্র, সেরা শব্দ সম্পাদনা, সেরা শব্দমিশ্রণ এবং সেরা ভিজ্যুয়াল এফেক্ট।

sfrsetপ্রথম অস্কারজয়ী চলচ্চিত্র ‘উইংস’
১৪১ মিনিটের সাদাকালো নির্বাক ছবিটি পরিচালনা করেছেন উইলিয়াম এ. উইলম্যান। ক্লারা বো, চার্লেস ‘বাডি’ রজার্স, রিচার্ড আর্লেন, গ্যারি কুপার অভিনীত উইংস প্রথম এবং একমাত্র নির্বাক চলচ্চিত্র যা অস্কারে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে। ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অব কংগ্রেস এই চলচ্চিত্রকে ‘সাংস্কৃতিক, ঐতিহাসিক অথবা নন্দনতাত্ত্বিক গুরত্বের কারণে’ সংরক্ষণের দায়িত্ব নেয়। একমাত্র চলচ্চিত্র যা অস্কারে ইঞ্জিনিয়ারিং এফেক্টের জন্য পুরস্কার পেয়েছে। সহস্র সহঅভিনেতা, ডজনে ডজনে এরোপ্ল্যান এবং অসংখ্য বিস্ফোরণে সমৃদ্ধ এই ছবি সময়ের বিবেচনায় অনেক অগ্রগামী ছিল। এমনকি সামরিক বাহিনী থেকে সৈন্য নিয়েও এ ছবিতে কাজে লাগানো হয়েছিল।

sfrsetএবারের ৮৮তম অস্কার আসর
সময় গোনা শুরু হয়ে গেছে এই বছরের অস্কারের। এরইমধ্যে মনোনয়ন তালিকাও প্রকাশ পেয়ে গেছে। বিশ্ব দাপানো তারকাদের পদচারণার অপেক্ষায় অস্কারের লাল গালিচা। আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৮৮তম একাডেমি অ্যাওয়ার্ড অস্কার। এবারের আসরের অন্যতম আলোচনায় আছে আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতুর ছবি ‘দ্য রেভেন্যান্ট’। মোট ১২টি মনোনয়ন পেয়ে শীর্ষে রয়েছে এই ছবিটি। এরপর ১০টি নমিনেশন পেয়েছে জর্জ মিলারের ছবি ‘ম্যাড ম্যাক্স ফিউরি রোড’। এছাড়া ৭টি নমিনেশন পেয়েছে রিডলে স্কোটের ছবি ‘দ্য মার্টেন ল্যান্ডেন ইন থার্ড’।

srfert৮৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকায় ঘোষণা করা হলো গত ১৪ জানুয়ারি। আগামী ২৮ ফেব্রুয়ারি পুরস্কার বিতরণীর আগ পর্যন্ত এ তালিকা নিয়ে হতে থাকবে নানান বিশ্লেষণ। এবারের মনোনয়ন পাওয়া কয়েকটি ক্যাটগরির মধ্যে শ্রেষ্ঠ চলচ্চিত্রের তালিকা দেখে নিন এক নজরে- ‘দ্য বিগ শর্ট’, ‘ব্রিজ অফ স্পাইসেস’, ‘ব্রুকলেন’, ‘দ্য মার্শিয়ান’, ‘দ্য রেভেনান্ট’, ‘রুম’, ‘স্পটলাইট’।

srfetআর সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড) বিভাগে মনোনয়ন পেয়েছে ‘দ্য বিগ শর্ট’, ‘ব্রুকলিন’, ‘ক্যারল’, ‘দ্য মার্শিয়ান’, ‘রুম’। সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পেয়েছে ডেনমার্কের ‘অ্যা ওয়ার’, কলম্বিয়ার ‘এমব্রেস অব দ্য সার্পেন্ট’, ফ্রান্সের ‘মাস্ট্যাং’, হাঙ্গেরির ‘সান অব সাউল’ ও জর্ডানের ‘থিব’।

সেরা অ্যানিমেটেড ছবির জন্য লড়াই করবে ‘অ্যানোম্যালিসা’, ‘বয় অ্যান্ড দ্য ওয়ার্ল্ড’, ‘ইনসাইড আউট’, ‘শাউন দ্য শিপ মুভি’, ‘হোয়েন ম্যারনি ওয়াজ দেয়ার’। সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি হিসেবে মনোনীত হয়েছে ‘বিয়ার স্টোরি’, ‘উই কান্ট লিভ উইদাউট কসমস’, ‘প্রলোগ’, ‘সঞ্জয়’স সুপার টিম’ ও ‘ওয়ার্ল্ড অব টুমরো’। সেরা প্রামাণ্যচিত্র বিভাগে মনোনীত হয়েছে ‘অ্যামি’, ‘কারটেল ল্যান্ড’, ‘দ্য লুক অব সাইলেন্স’, ‘হোয়াট হ্যাপেন্ড, মিস সিমোন?’ ও ‘উইন্টার অন ফায়ার : ইউক্রেন’স ফাইট ফর ফ্রিডম’।

adesdrবিবিসির চোখে
এবারের অস্কার নিয়ে বিবিসির প্রাথমিক বিশ্লেষণের দিকে চোখ বুলাতে জেনে নিন এই বিষয়গুলো-

- এ নিয়ে টানা দুই বছর সেরা চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পেল আটটি ছবি।

- গত বছরের মতো এবারও মনোনীত অভিনয়শিল্পী তালিকায় শ্বেতাঙ্গদের জয়জয়কার। বাফটায় মনোনীত কৃষ্ণাঙ্গ তারকা ইদ্রিস এলবা নেই তালিকায়।

- ব্রিটিশ অভিনেত্রী চার্লোট র‌্যাম্পলিং প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছেন ‘ফোর্টি ফাইভ ইয়ারস’ ছবির জন্য।

- ১৯৭৭ সালের পর আবার অস্কারে মনোনয়ন পেলেন সিলভেস্টার স্ট্যালোন। ‘ক্রিড’ ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেতার মনোনয়ন পেলেন তিনি।

- সেরা পরিচালক বিভাগে উপেক্ষিত থাকলেন স্টিভেন স্পিলবার্গ ও রিডলি স্কট। যদিও তারা দু’জনই গোল্ডেন গ্লোবে মনোনীত হয়েছিলেন।

sderঅস্কার উপস্থাপনায় চমক
অস্কারের উপস্থাপকদের সঙ্গে এবার মঞ্চে দেখা যাবে বর্ষীয়ান কৃষ্ণাঙ্গ অভিনেতা মরগান ফ্রিম্যান ও গায়ক জন লেজেন্ডেকেও। জে জে আব্রামস ও সাশা ব্যারন কোয়েনের সঙ্গে অস্কারের মঞ্চে উঠবেন তাঁরাও। পরিবেশনায় বা উপস্থিতিতে ৮৮তম অস্কারের মঞ্চ উজ্জ্বল করবেন—এমন তারকাদের মধ্যে থাকছেন কেট ব্ল্যানচেট, জারেড লেটো, রাসেল ক্রো, বেনিসিও ডেল টোরো ও রায়ান গসলিং। এবারের অস্কার মঞ্চে থাকছেন আমাদের উপমহাদেশের দুজন প্রতিনিধিও। তিনি বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং ‘স্লামডগ মিলিওনিয়ার’ খ্যাত অভিনেতা দেব পাটেল।

একটি সংবাদ বিজ্ঞপ্তিতে একাডেমির কর্তারা বলেছেন, ‘এ বছরের অনুষ্ঠানে আমরা চলচ্চিত্রে নানান ঘরানার মানুষের অবদানের প্রতিফলন রাখতে চাই। প্রেজেন্টারদের তালিকায় নতুন নামের সংযোজন এ কারণেই করা হয়েছে।

sfrsetআরেকটি সাদা অস্কার
গতবারের অস্কারের মতো এবারও অস্কারে নেই ‘কালো’দের কোনো স্বীকৃতি কিংবা কাজ। ইদ্রিস এলবার বহুল আলোচিত ‘বিস্টস অব নো ন্যাশন’ মনোনয়নের সম্ভাবনা জাগিয়েও পায়নি, ‘বেস্ট অরিজিনাল স্ক্রিনপ্লে’ ছাড়া আর কোথাও নেই এনডব্লিউর বায়োপিক ‘স্ট্রেইট আউটা কম্পটন’। একমাত্র ২৮ ফেব্রুয়ারির অস্কার অনুষ্ঠানের সঞ্চালক ক্রিস রক ছাড়া এই অস্কারের প্রায় বাকি সবই সাদাদের দখলে।

অস্কারে লিওনার্দো ডিক্যাপ্রিও ও দ্য রেভেন্যান্ট

একডজন মনোনয়ন নিয়ে ৮৮তম অস্কারজয়ের দৌড়ে এগিয়ে গেল আলেহান্দ্রো গঞ্জালেজ ইনারিতু পরিচালিত ও লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ‘দ্য রেভেন্যান্ট’। বেশিরভাগ বিভাগেই এটি হাসতে পারে শেষ হাসি।

২৫ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ডিক্যাপ্রিওর জন্য সোনার হরিণ হয়ে থাকা ‘অস্কার’ এবার কি ধরা দেবে- এমন প্রশ্ন সবার। তবে এই বছর ডিক্যাপ্রিও ভক্তদের আশাটা অন্যবারের চেয়ে একটু বেশিই প্রবল। কারণ ‘দ্য রেভেন্যান্ট’ছবিতে হিউ গ্লাস-এর চরিত্রে অভিনয়ের জন্য ডিক্যাপ্রিও মনোনয়ন পেয়েছেন চারটি ক্যাটাগরিতে।

sfedtঅস্কার দর্শক আর বোদ্ধারা মনে করছেন, এবারই সুযোগ ডিক্যাপ্রিওর। কারণ অস্কারের ইতিহাস ঘাটলে দেখা যায়, শিল্পের প্রয়োজনে যেসব অভিনেতাকে ভুগতে হয়েছে বেশি, তারাই তত এগিয়ে ছিলেন পুরস্কারের দৌড়ে। যেমনটি দেখা গিয়েছিল গত বছরও। ‘স্টিফেন হকিং’ চরিত্রে অভিনয় করতে গিয়ে নিজের শরীরের সঙ্গে রীতিমতো যুদ্ধ করেছিলেন এডি রেডমাইন (এই বছর যিনি মনোনয়ন পেয়েছেন ‘দ্য ড্যানিশ গার্ল’ এর জন্য) যার স্বীকৃতি পেয়েছিলেন সেরা অভিনেতা হিসেবে অস্কার জয়ের মাধ্যমে।

সে বিবেচনায়, বিশ্বখ্যাত অভিযাত্রীর ভূমিকায় অভিনয় করতে গিয়ে অনেক বেশিই খেটেছেন ডিক্যাপ্রিও। প্রতিকূল আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া, মৃত ঘোড়ার দেহের ভেতর রাত কাটানো ছাড়াও শুধুমাত্র চরিত্রের প্রয়োজনে কাঁচা মাংস পর্যন্ত খেয়েছেন এই অভিনেতা।

ডিক্যাপ্রিওর সহ অভিনেত্রী ‘টাইটানিক’ নায়িকা কেট জানিয়েছেন, এই আসরে যদি ডিক্যাপ্রিও পুরস্কার না পান তাহলে খুব অবাক হবেন তিনি। সেই সঙ্গে পাঁচবার মনোনয়ন পাওয়া ডিক্যাপ্রিওকে অধরা অস্কার জেতার শুভকামনা জানিয়েছেন ৪০ বছর বয়সী এই অভিনেত্রী।

sfedtএই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মনে করি আমার মতো অনেকেই চান এবারের সেরা অভিনেতা হন ডিক্যাপ্রিও। কারণ তিনি এবারের অস্কার পাওয়ার যোগ্য একজন প্রার্থী। যদি এমন কিছু না ঘটে তাহলে খুব অবাক হব।’
‘টাইটানিক’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী কেট উইন্সলেট এই ছবির জন্য অস্কার জিতেছেন সেই ১৯৯৯ সালেই। কিন্তু এই ছবির নায়ক লিওনার্দো ডিক্যাপ্রিও এখনও পর্যন্ত এই খেতাব জিততে পারেননি। পাঁচবার অস্কারে মনোনয়ন পেলেও পুরস্কার পাননি একবারও। কেটের সঙ্গে হলিউডের অন্যান্য অভিনেতারাও চাইছেন এবারের অস্কারে সেরা অভিনেতার পুরস্কার যেন পান ডিক্যাপ্রিও।

নতুন সংযোজন- গুডি ব্যাগ
এবারের অস্কার আসলেই ব্যতিক্রম। পুরস্কার না পেলেও দুঃখ নেই। অস্কারের শুভেচ্ছা পুরস্কার ‘গুডি ব্যাগ’ তো রয়েছেই। অবাক হবেন না। এমনটাই হতে চলেছে এ বারের অস্কার নাইটে।

আগামী ২৮ ফেব্রুয়ারি বসতে যাচ্ছে এই বছরের অস্কারের আসর। এ বছরের অস্কার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যারা মনোনয়ন পেয়েছেন, তাঁদের সকলেই তো আর পুরস্কার জিতবেন না। অস্কারের বদলে তাঁরা কিন্তু খালি হাতেও বাড়ি ফিরবেন না। প্রত্যেক মনোনয়ন প্রাপ্ত তারকাদের জন্য থাকছে আকর্ষণীয় শান্তনা পুরস্কার। যা থাকবে একটি অস্কার গুডি ব্যাগে। জেনে নিন কি থাকছে সেই গুডি ব্যাগে—

• গুডি ব্যাগের সবচেয়ে দামি গিফট ১০ দিনের জন্য ৫৫ হাজার ডলার মূল্যের ফার্স্ট ক্লাসের ইজরায়েল ট্রিপ।
• সারা জীবনের জন্য ৪৫ হাজার ডলার মূল্যের রেন্টালে অডি গাড়িতে ঘোরাফেরার সুযোগ।
• ১৫ দিনের জন্য পায়ে হেঁটে জাপান ঘোরার সুযোগ। খরচ ৪৫ হাজার ডলার।
• ৩১ হাজার দুইশো ডলার মূল্যের স্কিন কেয়ার, সারা জীবনের জন্য ফ্রি।
• সেলিব্রিটিদের নামে অ্যানিম্যাল শেল্টারে ১০ হাজারের মিল। পাবেন ৬ হাজার তিনশো ডলারের গিফট ভাউচার।
• প্রাইভেট ভিলাতে ৬ হাজার ২৫০ হাজার ডলারের ফিটনেস প্যাকেজ।
• ইতালির গ্র্যান্ড হোটেল ত্রেমেজোতে ৫ হাজার ডলার মূল্যের তিন রাতের থাকা ফ্রি।
তবে কেন এই দুই লক্ষ ডলার মূল্যের দামি গিফটের আয়োজন, তা নিয়ে অস্কার কমিটির বক্তব্য, ‘এবারের অস্কারে সবাই বিজয়ী।’

sfrearলস অ্যাঞ্জেলসে হলিউড এন্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৮৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। এখানেই জমকালো আয়োজনে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার প্রদান করা হবে। এই আয়োজন এবিসি নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে বিশ্বের ২২৫টিরও বেশি দেশে।