বর্তমানে চুল পড়ার সমস্যা এখন অনেকের জীবনের অস্বস্তিকর বাস্তব। যত যত্নই করুন না কেন, একবার চুল পড়া শুরু হলে তা ঠেকানো সহজ নয়। এর কারণে অনেকে মানসিক দুশ্চিন্তায় ভোগেন, কেউ কেউ পরচুলা ব্যবহার করেন বা কেশ প্রতিস্থাপনের মতো ব্যয়বহুল ও যন্ত্রণাদায়ক চিকিৎসার পথ বেছে নেন। তবে অস্ত্রোপচার ছাড়াও চুল পড়া রোধে কার্যকর ঘরোয়া উপায় রয়েছে। সঠিক পরিচর্যায় এই চক্রকে ভারসাম্যপূর্ণ রাখা সম্ভব, আর তাতেই অলিভ অয়েল সাহায্য করে।
কিভাবে ব্যবহার করবেন অলিভ অয়েল?
১। মালিশ করে রাখুন সারারাত
সপ্তাহে কয়েক দিন ১০ মিনিট ধরে মাথার তালুতে অলিভ অয়েল ম্যাসাজ করুন। তারপর সারারাত রেখে সকালে শ্যাম্পু করে নিন।
২। ডিমের কুসুমের সঙ্গে অলিভ অয়েল
ডিমের কুসুমের সঙ্গে ২ চামচ অলিভ অয়েল মিশিয়ে মাথায় লাগিয়ে ২০ মিনিট রাখুন। তারপর শ্যাম্পু করে ফেলুন।
৩। অলিভ অয়েল + অ্যালো ভেরা
অলিভ অয়েল ও অ্যালো ভেরার মিশ্রণ মাথায় লাগিয়ে সপ্তাহে ৩ দিন ব্যবহার করুন। এতে চুল পড়া কমবে এবং মাথার ত্বক পুষ্টি পাবে।
৪। শ্যাম্পুর আগে হালকা ম্যাসাজ
শ্যাম্পুর ৩০ মিনিট আগে চুলে অলিভ অয়েল ম্যাসাজ করলে চুলের গোড়া শক্ত হবে এবং শ্যাম্পুর সময় চুল কম উঠবে।
৫। অলিভ অয়েল + মধু
১ চামচ অলিভ অয়েলের সঙ্গে ১ চামচ মধু মিশিয়ে চুলে লাগান। এতে চুলের ঘনত্ব বাড়বে এবং সংক্রমণের ঝুঁকি কমবে।
৬। স্নানের পর ভিজে চুলে কয়েক ফোঁটা
স্নানের পর হালকা ভেজা চুলে অলিভ অয়েল লাগালে চুলের রুক্ষতা কমবে এবং চুল পড়া কমবে।