
ছবি সংগৃহীত
বইমেলা ২০১৬’তে প্রকাশিত আলোচিত ১০ গল্পের বই
আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১১:১১
গ্রাফিক্স: আকরাম হোসেন।
(প্রিয়.কম) প্রতি বছর বইমেলায় প্রচুর বই প্রকাশিত হয়। কিন্তু বেশিরভাগই মান সম্পন্ন না হওয়ায় পাঠক অনেক সময়ই দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। পাঠকের কথা বিবেচনা করেই প্রিয়.কম মানসম্পন্ন ও আলোচিত বইগুলো সম্পর্কে পাঠককে জানানোর উদ্যোগ নিয়েছে। অসংখ্য বইয়ের ভেতর থেকে প্রকাশকদের মূল্যায়ন, লেখকদের অভিমত, পাঠকদের অভিমত, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমের মূল্যায়নের ভিত্তিতে প্রিয়.কমের নির্বাচকরা আলোচিত ১০টি বই চূড়ান্ত করেছেন। আলোচিত ১০ গল্পের বইয়ের তথ্য নিচে দেওয়া হলো।
১. ভুলে থাকা গল্প
সৈয়দ মনজুরুল ইসলাম
প্রকাশক: পাঠক সমাবেশ
প্রচ্ছদ : সেলিম আহমেদ
দাম: ২৫০ টাকা
সৈয়দ মনজুরুল ইসলাম বাংলা কথাসাহিত্যে এক নতুন ধারার স্রষ্টা। তাঁর গল্পে বাস্তব-অবাস্তব, সান্ত-অনন্ত, স্থির-পরিবর্তনশীলের সীমারেখাটি বিলুপ্ত হয়, এবং এক জাদুবাস্তবতার স্পর্শে সামান্য কোনো ঘটনা অসামান্য হয়ে ওঠে। তাঁর নিজের বর্ণনা অনুযায়ী তাঁর গল্পগুলি বাংলাদেশের গল্পবলার ঐতিহ্যে স্থাপিত, যাতে কখনো ভঙ্গিটি অজটিল; ভাষাটি মেদহীন, সাবলীল এবং বিষয়বস্তু স্থাপিত জনজীবনের গভীরে। ১৯৯৬ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত এই লেখক তার সৃষ্টিকর্মে সদা ব্যস্ত। এবারও তিনি পাঠকদের সামনে হাজির হয়েছেন গল্পের বই নিয়ে। ‘ভুলে থাকা গল্প’ পাঠককে উপহার দিবে মোহগ্রস্ত এক জগৎ।
২. কোথাও এখনো মায়া রহিয়া গেল
আহমাদ মোস্তফা কামাল
প্রকাশক: গদ্যপদ্য
প্রচ্ছদ: মোস্তাফিজ কারিগর
মূল্য : ২০০ টাকা
২৫ বছরেরও বেশি সময় ধরে অনবরত লিখে যাচ্ছেন আহমাদ মোস্তফা কামাল। তাঁর গল্প বলার ধরন ভিন্ন। সমাজ বাস্তবতা তাঁর গল্পের অন্যতম অনুষজ্ঞ। ‘কোথাও এখনো মায়া রহিয়া গেল’ও এর ব্যতিক্রম নয়। ব্যক্তি-মানুষের ব্যক্তিগত ও পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, আর রাজনৈতিক কারণে বিপর্যস্ত জীবনে যেসব অশ্রু আর রক্তপাত ঘটে—প্রকাশ্যে বা গোপনে; সেসবই উঠে এসেছে আহামাদ মোস্তফা কামাল-এর গল্পগ্রন্থে।ভিন্ন ভিন্ন সময়ে, ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে গল্পগুলো রচিত এবং চরিত্রগুলো সমাজের নানা প্রান্তের হলেও একটা অন্তর্লীন ঐক্যও যেন রচিত হয়েছে গল্পগুলোর ভেতর দিয়ে। এই দেশে, এই সমাজে, এই সময়ে মানুষ বড় বিপন্ন, দুঃখী, একা এবং অসহায়। তবু তাদের জীবনের কোথাও না কোথাও মায়া ও মমতার একটা ক্ষীণ ফল্গুধারা যেন বয়ে চলেছে। ক্ষীণ কিন্তু সুন্দর। ক্ষীণ কিন্তু আকর্ষণীয়।‘কোথাও এখনো মায়া রহিয়া গেল’ গল্পগ্রন্থে এইসব বিষয়ই আবিষ্কার করার চেষ্টা করেছেন লেখক।
৩. এক ক্রুদ্ধ অন্ধকারশাহনাজ মুন্নী
প্রকাশক: গদ্যপদ্য
দাম: ১৫০ টাকা
শাহনাজ মুন্নী’র গল্প বলার ধরণ তাঁর নিজস্ব। তাঁর গল্পে সময় ও মানুষের মানবিক সত্তার নিখুঁত পরিভ্রমণ ঘটে।এবারের বইমেলায় প্রকাশিত শাহনাজ মুন্নীর গল্পগ্রন্থ ‘এক ক্রুদ্ধ অন্ধকার’ পাঠককে উপহার দিবে অন্য এক জগতের স্বাদ। পাঠক কখনো গল্পের ভেতর নিজেকেই খুঁজে পাবেন আবার কখনো হয়ত পরিভ্রমণ করবেন মোহমুগ্ধ জগতের অানাচে কানাচে।
৪. প্রমথেশ প্রমিথিউস
অদিতি ফাল্গুনী
প্রকাশক: ঐতিহ্য
প্রচ্ছদ : ধ্রুব এষ।
মূল্য : ২৭০.০০ টাকা।
অদিতি ফাল্গুনী বাংলা সাহিত্যের মনোযোগী পাঠকের কাছে সুপরিচিত এক নাম। এবারের বইমেলায় প্রকাশিত তাঁর উপন্যাস ‘প্রমথেশ প্রমিথিউস’। মুক্তিযুদ্ধ ও নারীর সংগ্রাম নিয়ে এ এক অনবদ্য উপন্যাস। বইটি পড়তে পড়তে পাঠক আনন্দের সঙ্গে লক্ষ করবে, কত স্বচ্ছন্দই না তাঁর চলাচল উপন্যাসের ভুবনে। কাহিনির অভিনবত্ব, বিন্যাস ও সাবলীল ভাষায় পাঠক পাবে আনন্দময় এক জার্নি।
৫. বালিহাঁসের ডাক
স্বকৃত নোমান
প্রকাশক: অনিন্দ্য
প্রচ্ছদ: ধ্রুব এষ
মূল্য: ২০০ টাকা।
মোট চৌদ্দটি গল্প নিয়ে প্রকাশিত হয়েছে স্বকৃত নোমানের দ্বিতীয় গল্পগ্রন্থ। গল্পকার হিসেবে স্বকৃত নোমান সচেতন ও পরিশ্রমী। যা লেখেন বুঝেই লেখেন। প্রতিটি শব্দ ও বাক্যের পেছনে তার শ্রম সহজেই চোখে পড়ে। প্রতিনিয়ত নিজেকে ভাঙেন, আবার গড়েন। গল্পের মধ্য দিয়ে তিনি সন্ধান করেন মানবজীবনের বহুমাত্রিকতার। শিল্পকুশলতায় সংযোজন করেন ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি-রাজনীতি-সংস্কার-কুসংস্কার-দর্শন এবং বিশ্বপ্রকৃতির নানা অনুসঙ্গ। তাঁর গল্পের চরিত্ররা বাস্তবের মানুষ। গল্পের বাস্তবভূমি থেকে কল্পনার এমন এক স্তরে তিনি পৌঁছান, যে কল্পনা বাস্তবেরই সহোদর। বিষয়, ভাষা এবং আঙ্গিকের স্বাতন্ত্রের কারণে তার গল্প চিনে নেওয়া যায় আলাদাভাবে।
৬. আমাদের গ্রামে কোনো মালোপাড়া নাই
বদরুন নাহার
প্রকাশক: গ্রন্থকুটির
প্রচ্ছদ: ধ্রুব এষ
মূল্য: ২৩৫ টাকা।
বদরুন নাহারের কলমের বড় বৈশিষ্ট্য তিনি সাধারণ ঘটনাকেও অসাধারণ করে গড়ে তুলতে পারেন এবং ইতিহাসের যোগ্য হওয়ার কোনো উপাত্তকে সাধারণ পরিমণ্ডলে সার্বজনীন ও বিশ্বস্ত করে তোলেন। বদরুন নাহারের ‘আমাদের গ্রামে কোনো মালোপাড়া নাই’ গল্প সংকলনে সেই শক্তিমত্তার আবারও প্রমাণ দিলেন তিনি। ফলে বদরুন নাহারের গল্প শুধু গল্প বলে না ইতিহাসের নির্যাসটুকুও পাঠককে উপহার দেয়। এই সংকলনের গল্পগুলো নির্বাচনেও বিস্তৃত জনপদের বহুমাত্রিক জীবনের বৈচিত্রময় কাহিনি গুরুত্ব পেয়েছে।
৭. নগর ঢাকায় জনৈক জীবনানন্দ
পিয়াস মজিদ
প্রকাশক: অন্যপ্রকাশ
প্রচ্ছদ : ধ্রুব এষ।
দাম: ১২০ টাকা
পিয়াস মজিদ শুধু একজন কবি নন, তিনি দুর্দান্ত এক গল্পকারও। তাঁর লেখার বড় বৈশিষ্ট্য তার মননশীলতা, শব্দ ও বাক্য চয়নে সংযমশীলতা। তার বিশ্লেষণী ক্ষমতা পাঠককে অন্য এক বিচক্ষণতার জগতে নিয়ে যায়। এই গল্পে গল্প রয়েছে মোট সাতটি। পাঠক গল্পগুলো পড়ে মুগ্ধ হবেন আশা করা যায়।
৮. ফারিয়া মুরগীর বাচ্চা গলা টিপে টিপে মারে
মেহেদী উল্লাহ
প্রকাশক: চৈতন্য
প্রচ্ছদ: শিবু কুমার শীল
মূল্য-১৩৫ টাকা।
সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে আলোচিত-সমালোচিত বইয়ের নাম ‘ফারিয়া মুরগীর বাচ্চা গলা টিপে টিপে মারে’। সিরিয়াস লেখক হিসেবে পরিচিত মেহেদী উল্লাহ এ গল্পগ্রন্থের মাধ্যমেই প্রথমবারের মতো সহজবোধ্য হয়ে হাজির হলেন। ফলে বিশাল পাঠক গোষ্ঠী সহজেই তাকে স্বাগতম জানিয়েছে। বইয়ের কাটতিই তার প্রমাণ। বইটিতে ১০ টি গল্প আছে, তিনি চেষ্টা করেছেন পাঠকদের নতুনদিনের, নতুন সময়ের নতুন গল্প বলতে। মুক্তিযুদ্ধ নিয়ে আছে দুইটি গল্প।
৯. ইয়োলোক্যাব
তানিম কবির
প্রকাশক: ঐতিহ্য
প্রচ্ছদ : খেয়া মেজবা
মূল্য ১৮০ টাকাতানিম কবির মূলত কবি। মোট ১২টি গল্প নিয়ে প্রকাশিত হয়েছে তানিম কবিরের প্রথম গল্পগ্রন্থ ‘ইয়েলো ক্যাব’। উত্তমপুরুষে লেখা গল্পগুলো সকলপ্রকার সামাজিক ও রাজনৈতিক দাবিমুক্ত। প্রচলিত কথাসাহিত্যের কাছে এদের সাহিত্যিক দাবিও সামান্যই, বা নেই। এরা একটু স্বয়ম্ভূ টাইপের। গল্পগুলোও কাব্যিকতামুক্ত।
১০. অতীত একটি ভিনদেশ
মোজাফ্ফর হোসেন
প্রকাশক: বেহুলা বাংলা প্রকাশনী
প্রচ্ছদ : আনিস মামুন
মূল্য: ১৬৫ টাকা।
মোজাফ্ফর হোসেন এই প্রজন্মের উল্লেখযোগ্য গল্পকার। তিনি একইসঙ্গে ভাষা ও সময় সচেতন লেখক। গল্পের ফর্ম ও ন্যারেটিভ নিয়ে নিরীক্ষা করেন। আলোচ্য গ্রন্থে বেশকটি গল্পে তিনি ন্যারেটিভ কৌশল হিসেবে জাদুবাস্তবতা, পরাবাস্তবতা ও মেটান্যারেটিভ টেকনিক ব্যবহার করেছেন। যে-কারণে ফ্লাপে কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত বলেছেন, ‘মোজাফ্ফরের গল্পের আপাতসরল কাঠামো, সাবলীল বর্ণনাভঙ্গি পাঠককে দ্রুত গল্পের ভুবনে প্রবেশ করিয়ে দেবে যদিও সামান্য সময় পার হলেই তিনি সম্মুখীন হবেন নানা সম্ভাবনার, বহুকৌণিক গল্পজগতের। সচেতন পাঠক সেটিকে পরাবাস্তব, যাদুবাস্তব বা অতি-আধুনিক গল্পের জগত- যে নামেই চিহ্নিত করুন না কেন, গল্পের পাঠতৃপ্তি কি পাঠ্যযোগ্যতা বিন্দুমাত্র ব্যাহত হয় না তাতে।’