ছবি সংগৃহীত

ডিএমপির আট ওসি ও ইন্সপেক্টরকে বদলী

priyo.com
লেখক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০১৪, ২০:৩৩
আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৪, ২০:৩৩

জনস্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৮ অফিসার ইনচার্জ ও ইন্সপেক্টরকে বিভিন্ন থানায় বদলী করা হয়েছে। ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ডিএমপি হেডকোয়ার্টার থেকে প্রেরিত কমিশনার বেনজীর আহমেদের পক্ষে উপ-পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক আদেশপত্রে এ বদলীর তথ্য জানানো হয়। বদলী হওয়া পুলিশ কর্মকর্তারা হলেন, যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলামকে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে, যাত্রাবাড়ী থানার ইন্সপেক্টর (তদন্ত) অবনি শংকর করকে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে, কদমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলামকে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে, তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) অপূর্ব হাসানকে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের (উত্তর) ইন্সপেক্টর, গুলশান থানার ইন্সপেক্টর মো. নুরে আযম মিয়াকে শ্যামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে, শ্যামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রশিদকে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগে (দক্ষিণ) ইন্সপেক্টর হিসেবে, লাইনওয়ার ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমানকে কদমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে এবং লাইনওয়ার ইন্সপেক্টর আবীর মোহাম্মদ হোসেনকে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগে (উত্তর) ইন্সপেক্টর হিসেবে বদলী করা হয়েছে। বদলী ও নিয়োগ সংক্রান্ত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রেরিত আদেশপত্রে জানানো হয়।