ডিপ্লোমাকে ডিগ্রির মান দেওয়ার দাবিতে নার্সিং শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন। অন্যদিকে তিন দফা দাবিতে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচিতে বাধার পর রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
ঢাকার রমনা এলাকার গুরুত্বপূর্ণ দুটি মোড়ে অবরোধ কর্মসূচির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকাবাসী। প্রায় চার ঘণ্টা ধরে সড়ক অবরোধের মধ্যে ঝুম বৃষ্টিতে দুর্ভোগ আরও বেড়েছে। অফিস ছুটির মুহূর্তে রাজধানীর বিভিন্ন মূল সড়ক ছাপিয়ে তীব্র যানজট ছড়িয়ে পড়েছে অলিগলিতেও। ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে অফিস ফেরত ঘরমুখো যাত্রীরা।