৪০৮ জন যাত্রী নিয়ে সৌদি আরবের মদিনার উদ্দেশে এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করল বিমান বাংলাদেশের (বিজি-২৩৭) হজ ফ্লাইট। ফ্লাইটটি সিলেট থেকে এবারের প্রথম। এর মধ্যে ৩৫০ জন হজযাত্রী সিলেটের, বাকি ৫৮ জন ঢাকার।
হজযাত্রী ছাড়া ফ্লাইটটিতে আরও ৯ জন যাত্রী রয়েছেন। মোট ৪১৯ জন নিয়ে যাওয়ার কথা থাকলেও ৪১৭ জনকে নিয়ে ছেড়ে গেছে ফ্লাইটটি।