ছবি সংগৃহীত

জন্ডিসের সাধারণ এই লক্ষণগুলো অবহেলা করছেন না তো?

নিগার আলম
লেখক
প্রকাশিত: ২৩ জুন ২০১৬, ০৭:৪৮
আপডেট: ২৩ জুন ২০১৬, ০৭:৪৮

ফটো সোর্স:www.texasmedclinic.com

(প্রিয়.কম)- পরিচিত এবং সাধারণ একটি রোগের নাম হল “জন্ডিস”। সময়মত চিকিৎসার অভাবে এটি মৃত্যুর কারণও হয়ে দাঁড়াতে পারে।  রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে জন্ডিস দেখা দেয়। রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যাওয়ার কারণে চোখ, ত্বক হলদেটে রং হয়ে যায়। মূলত বিলিরুবিন হলুদ রঙের হওয়ার কারণে ত্বক, চোখের রং পরিবর্তন হয়। জন্ডিস তিন ধরণের হয়ে থাকে। প্রি-হেপাটিক জন্ডিস, যা লোহিত রক্ত কণিকা বৃদ্ধিতে বাঁধা সৃষ্টি করে। হাপটিক জন্ডিস, যা লিভারের কোষ ধ্বংস করে দেয়। পোষ্ট-হেপাটিক জন্ডিস, যা পিত্ত প্রবাহে বাঁধার কারণে হয়ে থাকে।    

বিভিন্ন কারণে জন্ডিস হতে পারে। ভাইরাল হেপাটাইটিস, লিভারের নানা সমস্যা, থ্যালাসেমিয়া, মদ্যপান, লিভার ইনফেকশন, পিত্তথলিতে পাথর ইত্যাদি।

জন্ডিস প্রাথমিক অবস্থায় চিকিৎসা করা গেলে সহজেই এটি সারিয়ে তোলা সম্ভব। জন্ডিসের কিছু কিছু লক্ষণ আছে যা সম্পূর্ণভাবে প্রকাশ পায় না। এমন কিছু লক্ষণের সাথে আসুন পরিচিত হওয়া যাক।

১। প্রস্রাবের রং হলুদ হওয়া

নানা কারণে প্রস্রাবের রং হলুদ হতে পারে। পানি কম পানের কারণে অনেক সময় প্রস্রাবের রং হলদেটে হয়। তবে নিয়মিত হলদেটে বাদামী রং এর প্রসাবে হলে অতিসত্ত্বর চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

২। হলুদ ত্বক এবং চোখ

জন্ডিসের অন্যতম একটি লক্ষণ হল হলুদ চোখ এবং ত্বক। মূলত রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যাওয়ার কারণে ত্বক এবং চোখের রং এর পরিবর্তন হয়।

৩। পেট ব্যথা

বিলিরুবিনের কারণে জন্ডিস হয়ে থাকে, যা পিত্তে অবস্থিত। এটি লোহিত রক্ত কণিকা ধ্বংস করে দেয়। অতিরিক্ত বিলিরুবিনের  কারণে অনেক সময় পেট ব্যথা সৃষ্টি হয়।

৪। অরুচি এবং বমি বমি ভাব

রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যাওয়ার কারণে খাদ্যে অরুচি দেখা দেয়। এর সাথে বমি বমি ভাব থাকে। খাদ্যের অরুচি এবং বমি বমি ভাব বিভিন্ন কারণে হতে পারে। কিন্তু তা যদি ঘন ঘন হয়, তবে তা অবহেলা করা একদম উচিত নয়।

৫। জ্বর

প্রায় সব ধরণের রোগের সাধারণ একটি লক্ষণ হল জ্বর। জন্ডিসের অন্যান্য লক্ষণের সাথে জ্বর দেখা দেয়। কাঁপুনি দিয়ে জ্বর আসা জন্ডিসের আরেকটি লক্ষণ।

৬। মলের রং পরিবর্তন

অনেক সময় জন্ডিসে মলের রং পরিবর্তন হয়। সাধারণ থেকে হালকা অথবা গাঢ় রং এর মল হতে দেখা দেয়। এটি বিলিরুবিনের কারণে হয়ে থাকে।

লিখেছেন

নিগার আলম

ফিচার রাইটার, প্রিয় লাইফ

প্রিয়.কম