You have reached your daily news limit

Please log in to continue


রংপুরে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ, মামলা করতে ১২ ঘণ্টা ধরে থানায় পরিবার

রংপুরে যৌতুকের টাকার জন্য এক গৃহবধূর শরীরে আগুন দিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চার দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল শুক্রবার সকালে ওই গৃহবধূ মারা যান।

নিহত গৃহবধূর নাম রেজওয়ানা দিল আফরোজ। তাঁর বাবার নাম রেজাউল করিম। বাবার বাড়ি রংপুরের হারাগাছ থানার মধ্য কাচু বকুলতলায়। গৃহবধূর বাবার অভিযোগ, যৌতুক না দেওয়ায় তাঁর মেয়ের শরীরে আগুন দেন জামাতা। মেয়ের মৃত্যুর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ মামলা নেয়নি। লাশ বাড়িতে রেখে এখন থানায় থানায় ধরনা দিচ্ছেন। তবে ১২ ঘণ্টা পর পুলিশ বলছে, মামলা প্রক্রিয়াধীন।

গৃহবধূর বাবা রেজাউল করিম বলেন, তাঁর মেয়ে রেজওয়ানার (২২) সঙ্গে রংপুরের ৩৩ নম্বর ওয়ার্ডের সরেয়ার তলের আব্দুল করিমের তিন বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে জামাতা যৌতুক দাবি করে আসছেন। ৮ জুন বিকেলে তাঁকে হত্যার জন্য জামাতা ঘরের দরজা বন্ধ করে মেয়ের শরীরে আগুন ধরিয়ে দেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিলে চিকিৎসকেরা তাৎক্ষণিকভাবে তাঁকে ঢাকায় নিতে বলেন। চার দিন চিকিৎসাধীন থেকে গতকাল সকালে তাঁর মেয়ে মারা যান।

রেজাউলের অভিযোগ, ঘটনার দিন তিনি তাঁর জামাতার বাড়িতে ছিলেন। তাঁর জামাতা একটি ট্রাক কিনেছিলেন। এ জন্য পাঁচ লাখ টাকা দাবি করেন। এ নিয়ে দ্বন্দ্বের জেরে ঘরের দরজা বন্ধ করে তাঁর মেয়ের শরীরে আগুন দেওয়া হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন