
ছবি সংগৃহীত
গরু নিয়ে ১৭ টি চমকপ্রদ তথ্য!
আপডেট: ২৯ অক্টোবর ২০১৩, ০৭:১৬
“গরু একটি গৃহপালিত প্রাণী। এর একটি মাথা, দুটি শিং, দুটি চোখ, চারটি পা ও মাছি তাড়ানোর জন্য একটি লেজ আছে। গরু আমাদেরকে দুধ দেয়... “ ছোটবেলায় প্রায় সবারই গরুর রচনা লেখার অভিজ্ঞতা রয়েছে। গৃহপালিত প্রাণীর কথা বলা হলে সবার আগে আসবে বড় বড় চোখের এই শান্ত-শিষ্ট প্রাণীটির নাম। চলুন জেনে নেয়া যাক মানুষের অতি পরিচিত গরু সম্পর্কে কিছু অজানা তথ্য। (১) বর্তমানের গৃহপালিত গরুগুলো আসলে "অরক্স" নামে বন্য গরুদের বংশধর। প্রায় ১০,৫০০ বছর আগে দক্ষিণ-পূর্ব তুরস্কে এদেরকে প্রথম পোষ মানানো হয়। আর তাদের ৮০ টি প্রজাতি থেকে পুরো বিশ্বে এখন প্রায় ১.৩ বিলিয়ন গরু ছড়িয়ে-ছিটিয়ে আছে। (২) ২০০৯ সালে বিজ্ঞানীরা যখন প্রথম গরুর জিনোমের ম্যাপিং করলেন তখন তারা দেখলেন, গরুর দেহে ২২,০০০ জিন রয়েছে। এর মাঝে ৮০% জিনের সাথেই মানুষের দেহে থাকা জিনের মিল রয়েছে। (৩) ইংরেজি ‘Cattle’ শব্দটি মূলত এসেছে ফরাসি শব্দ "chatel’ থেকে। এটি থেকে আবার ইংরেজি ‘Chattel’ শব্দটি এসেছে যার অর্থ অস্থাবর সম্পত্তি। এখনো বিশ্বের অনেক দেশে প্রচুর গবাদি-পশু থাকাকে সম্পদ হিসেবে গণ্য করা হয়। (৪) অন্য অনেক প্রাণীর লিঙ্গভেদে নাম একই- যেমন কুকুর(Dog) বা বিড়াল(Cat)। কিন্তু গরুর ক্ষেত্রে ব্যপারটা ভিন্ন। পুরুষ গরু হচ্ছে Bull(ষাঁড়), স্ত্রী গরুর জন্য ব্যবহৃত হয় Cow। আবার এক সাথে অনেক গরু বা ষাঁড়ের পালকে বলা হয় Cattle বা গবাদিপশু। (৫) গরু দিনের ১০ থেকে ১২ ঘণ্টা শুয়েই কাটিয়ে দেয়। (৬) গরু দৈনিক ৪ ঘণ্টা ঘুমায়। (৭) একটি দুধেল গাভী প্রতিদিন ১০০ পাউন্ডের মত খাবার খায়। (৮) যখন একটি গরু খাবার খায় সেটি পেটে হজম হওয়ার পর গরুটি দৈনিক ২৫০ থেকে ৫০০ লিটার পর্যন্ত মিথেন গ্যাস উৎপন্ন করে। (৯) গবেষকরা দেখেছেন, একটি গরুকে যদি বিশেষ নামে ডাকা হয় ও তার সাথে আলাদাভাবে আচরণ করা হয় তবে গরুটি ৫০০ পিন্টস পরিমাণ দুধ বেশি প্রদান করে। পিন্ট হল তরল পদার্থ পরিমাপের একটি বিশেষ পদ্ধতি।

- ট্যাগ:
- লাইফ
- বিজ্ঞান
- গৃহপালিত প্রাণী
- প্রাণীজগৎ