
ছবি সংগৃহীত
এসএসসি ও সমমানের ফল প্রকাশ; পাশের গড় হার ৮৯.০৩
আপডেট: ০৯ মে ২০১৩, ০৫:০১
২০১৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলে মোট ১০টি শিক্ষাবোর্ডে পাসের গড় হার ৮৯.০৩। বৃহস্পতিবার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ৮টি সাধারণ এবং কারিগরি ও মাদ্রাসা বোর্ডের ফল হস্তান্তর করেন। সারাদেশে জিপিএ ৫ পেয়েছে ৯১ হাজার ২২৬ জন। জিপিএর মধ্যে ছাত্র ৫২ হাজার ৩৯২ জন, ছাত্রী সংখ্যা ৩৮ হাজার ৮৩৪ জন। গত বছর এই পরীক্ষায় ৮৬ দশমিক ৩৭ শতাংশ শিক্ষার্থী পাস করে, জিপিএ-৫ পায় ৮২ হাজার ২১২ জন। ঢাকায় পাসের হার ৮৭.৩১ শতাংশ, রাজশাহীতে ৯৪.০৩ শতাংশ, কুমিল্লায় ৯০.৪১ শতাংশ, যশোরে ৯২.৬২ শতাংশ, চট্টগ্রামে ৮৮.৪৮ শতাংশ, বরিশালে ৮৮.৬৩ শতাংশ, দিনাজপুর ৯০.৬০ শতাংশ, কারিগরিতে ৮১.১৩ শতাংশ, মাদরাসায় ৮৯.১৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে রাজশাহী বোর্ডে সর্বোচ্চ ৯৪.০৩ ও ঢাকা বোর্ডে সর্বনিম্ন ৮৭. ৩১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। প্রকাশিত ফলাফলে চট্টগ্রামে প্রথম হয়েছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, দ্বিতীয় হয়েছে খস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় হয়েছে ফৌজদার হাট বালিকা উচ্চ বিদ্যালয়। এছাড়া চট্টগ্রাম বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ৭ হাজার ৩০০শিক্ষার্থী। গত ৩ ফেব্রুয়ারি দেশের ১০টি শিক্ষাবোর্ডের অধীনে এ পরীক্ষা শুরু হয়ে লিখিত পরীক্ষা শেষ হয় ৫ মার্চ। আর ব্যবহারিক পরীক্ষা ৭ মার্চ শুরু হয়ে ১২ মার্চ শেষ হয়। এবছর ১০টি শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় এবার মোট পরীক্ষার্থী অংশ নেয় ১৩ লাখ তিন হাজার ২০৩ জন। এর মধ্যে ছাত্র ছয় লাখ ৬৮ হাজার ২৬৮ ও ছাত্রী ছয় লাখ ৩৪ হাজার ৯৩৫। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে শিক্ষার্থীর সংখ্যা নয় লাখ ৮৯ হাজার ৮১৭। এর মধ্যে ছাত্র চার লাখ ৮৮ হাজার ৪৮২ ও ছাত্রী পাঁট লাখ এক হাজার ৩৩৫। দাখিলে শিক্ষার্থী দুই লাখ ২৫ হাজার ২৬। এর মধ্যে ছাত্র এক লাখ ১৫ হাজার ৬৬২ ও ছাত্রী এক লাখ নয় হাজার ৩৬৪। কারিগরিতে ৮৮ হাজার ৩৬০ শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৬৪ হাজার ১২৪ ও ছাত্রী ২৪ হাজার ২৩৬। এ ছাড়া বিদেশে সাতটি কেন্দ্রের মাধ্যমে ২৯৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। সারাদেশের লাখ লাখ পরীক্ষার্থী এখন ফল পাবার প্রত্যাশায় প্রতীক্ষার প্রহর গুণছে। বেলা ২টা থেকে মুঠোফোনে, নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এবং কেন্দ্রে ফলাফল পাওয়া যাবে। আড়াইটার পর সব বোর্ডের ওয়েবসাইটে http://www.educationboardresults.gov.bd ফলাফল জানা যাবে। মোবাইল ফোনের যেকোনো অপারেটর থেকে ১৬২২২ থেকে এসএমএস পাঠিয়েও ফল জেনে নেয়া যাবে। এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে যেকোনো মোবাইল থেকে Massage অপশনে গিয়ে সাধারণ বোর্ডের জন্য SSC ও মাদরাসা বোর্ডের জন্য Dakhil লিখে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে রোল নম্বর পাসের সন লিখে সেন্ট করতে হবে ১৬২২২ নম্বরে। প্রকাশিত রেজাল্ট নিয়ে কোনো পরীক্ষার্থীর আপত্তি থাকলে ৯ মে থেকে ১৬ মে’র মধ্যে সংশ্লিষ্ট বোর্ডে আবেদন করতে বলা হয়েছে। আন্তঃবোর্ড সমন্বয় কমিটি সূত্রে বলা হয়েছে, শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলের Massage অপশনে গিয়ে RSC লিখে দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে দিয়ে রোল নম্বর লিখে দিয়ে Subject Code লিখে send করতে হবে 16222 নম্বরে। এ জন্য প্রতি বিষয়ের প্রতি পত্রের জন্য ১২৫ টাকা হারে ফি প্রযোজ্য হবে। ফিরতি SMS- একটি PIN Number প্রদান করা হবে। আবেদনে সম্মত হলে আবারো Massage অপশনে গিয়ে RSC লিখে দিয়ে YES লিখে দিয়ে PIN Number লিখে দিয়ে Contact Number লিখে send করতে হবে 16222 নম্বরে। বোর্ডসমূহ কর্তৃক প্রকাশিত ফল ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্র/শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে ই-মেইল এর মাধ্যমে সংগ্রহ করতে হবে; সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ ই-মেইল এর মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের webmail ব্যবহার করে প্রতিষ্ঠানের EIIN এর মাধ্যমে ফল ডাউনলোড করার পরামর্শ দেয়া হয়েছে। ফল ডাউনলোড করার পদ্ধতি শিক্ষা বোর্ডসমূহের ওয়েবসাইট www.educationboardresults.gov.bd এ পাওয়া যাবে। পরীক্ষার্থীদের পরীক্ষার ফল স্ব স্ব কেন্দ্র/শিক্ষা প্রতিষ্ঠান হতে সংগ্রহ করার পরামর্শ দেয়া হয়েছে। পরীক্ষার্থীগণ শিক্ষা বোর্ডসমূহের ওয়েবসাইট ঠিকানা www.educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবে। নির্ধারিত Short Code-16222 -১৬২২২ এ SMS এর মাধ্যমে ফল পাওয়া যাবে। ঝগঝ এর মাধ্যমে ফল প্রাপ্তির পদ্ধতি টেলিটক বাংলাদেশ লিমিটেড প্রদত্ত বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে
- ট্যাগ:
- বাংলাদেশ