
জনপ্রিয় ইউপি চেয়ারম্যান থেকে আদর্শ কৃষক মানিক
একসময় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন এমদাদুল হক মানিক। মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে নিষ্ঠার সঙ্গে সফলভাবে পাঁচ বছর দায়িত্ব পালন করেছেন তিনি। তবে নির্বাচনে টাকার ছড়াছড়ি ও পেশিশক্তির ব্যবহার বেড়ে যাওয়ায় এক মেয়াদে চেয়ারম্যান থাকা সত্ত্বেও আর অংশ নেননি কোনো নির্বাচনে। এই সময়ে নিজেকে প্রমাণ করেছেন একজন আদর্শ কৃষক হিসেবে।
ত্রিশালের হরিরামপুর ইউনিয়নের মাগুর জোড়া গ্রামের সন্তান এমদাদুল হক মানিক পরিশ্রমী ও উদ্যমী একজন কৃষক। কর্মদক্ষতা ও অধ্যবসায়ের মাধ্যমে তিনি কৃষি খাতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। সাবেক চেয়ারম্যান হয়েও কৃষিকাজকে জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বেছে নিয়েছেন তিনি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- কৃষক
- ইউপি চেয়ারম্যান