ছবি সংগৃহীত
এক বিকেলে তানিয়া বৃষ্টির সঙ্গে ফিল্মি আলাপ
আপডেট: ০৮ জানুয়ারি ২০১৬, ১৪:৩৫
ছবি: শামছুল হক রিপন।
(প্রিয়.কম) শীতের সকালের একগুচ্ছ হিমেল হাওয়া শেষবারের মতো গায়ে আলতো পরশ বুলিয়ে গেল। এরইমধ্যে দুপুরের চিকচিক করা রোদ। একটু একটু করে সূর্যটা তখন ঠিক মাথার উপরে। এদিকে জিয়া উদ্যানের মূল ব্রিজের সামনেই দাঁড়িয়ে অপেক্ষা করছেন মডেল ও অভিনেত্রী তানিয়া বৃষ্টি। সাক্ষ্যাৎ হতেই সুন্দর একটি (স্মিত হাসি) দিয়ে কুশ���াদী বিনিময় করতে করতেই আমরা ব্রিজ পার হয়ে গেলাম। এদিকে আমরা অপেক্ষা করছিলাম আমাদের আলোকচিত্রীর জন্য। তিনি খানিকটা সময় পরে আমাদের আড্ডায় সামিল হয়েছেন।
সম্প্রতি তানিয়া বৃষ্টি ছটকু আহমেদে পরিচালনায় ‘দলিল’ নামে একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। আর এ ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করবেন ‘দেশা-দ্য লিডার’ খ্যাত শিপন। চলচ্চিত্র আর নাটক নিয়েই তানিয়ার যত ব্যস্ততা। কথার শুরুতেই নতুন ছবির প্রসঙ্গ। ‘ছটকু আহমেদ ভাইয়ের ছবির গল্প আমি আরও আগেই শুনেছি। এ ছবির গল্পে আমার যে চরিত্র তা পুরোই একটি গ্রাম্য মেয়ের। যেখানেই তাঁর বেড়ে উঠা। মেয়েটির নাম পারুল। তাঁর পরিবারে শুধু বাবা আছে। আর পুরো সংসারের দায়িত্বটাই থাকে মেয়েটির উপরে।’ এভাবেই তানিয়া বৃষ্টি তাঁর নতুন ছবি নিয়ে একনাগারে কথাগুলো বলে গেলেন। তানিয়া বৃষ্টির শুরুটা ২০১২ সালের ‘ভিট চ্যানেল আই টপ মডেল’ প্রতিযোগিতা থেকে। তিনি সেবার দ্বিতীয় রানারআপ হয়েছিলেন। এরপর থেকে বিজ্ঞাপন, নাটকে কাজ করে নিজের জায়গাটা পাকা করে নেওয়ার পথে এগিয়ে চলছেন। এরমধ্যে অভিনয় করেছেন চলচ্চিত্রেও। ‘ঘাসফুল’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে রূপালি পর্দায় অভিষেক হয়। ছবিটি মুক্তির পর সমালোচকরাও প্রশংসা করেছেন। সম্প্রতি ফ্রান্সে মুক্তি পেয়েছে তানিয়া বৃষ্টি অভিনীত ‘যদি তুমি জানতে’ ছবিটি।
নতুন ছবি ‘দলিল’ নিয়ে অভিনয়ের দিক থেকে প্রস্তুতি কেমন চলছে? তানিয়া জানালেন, ‘আমি যখন চুক্তিবদ্ধ হয়েছিলাম তখন ছটকু ভাইকে বলেছিলাম, আমার চরিত্রটা ফুটিয়ে তোলার জন্য আমি গ্রামে গিয়ে কয়েকদিন থাকব। আমি দেখবো গ্রামের মেয়েরা কিভাবে সে কাজগুলো করেন। তাঁরা কিভাবে চলাফেরা করে, কিভাবে কথাবার্তা বলেন। এ ছবিতে আমার দুইটি গৃহপালিত পশু থাকে। এরাই আমার সবচেয়ে ভাল বন্ধু। একটির নাম সুজন আরেকটির নাম কাঞ্চন। তাঁরা আমার বিভিন্ন কথার উত্তরও দেয়। ছটকু ভাই শুনে অনেক খুশি হয়েছেন, আমি নিজের থেকেই কথাগুলো তাঁকে বলেছি। এছাড়া ছটকু ভাই বলেছেন, এখন গান রেকর্ডিং চলছে এরপর চিত্রনাট্য নিয়ে আমাদের সঙ্গে গ্রুমিংয়ে বসবেন তিনি। তবে খুব শিগগিরই আমি গ্রামে যাবো। সম্ভাব্য হিসেবে আমরা মুন্সীগঞ্জের একটি গ্রামের কথা বিবেচনায় রেখেছি।’
এদিকে তানিয়া জানালেন জীবনে প্রথমবারের মতো নতুন একটি অভিজ্ঞতার সম্মুখীন হতে যাচ্ছেন। এর আগে কখনও এ ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়নি। যা ভেবে বেশ রোমাঞ্চিত তিনি। জানালেন, ‘দলিল’ ছবিতে একটি দৃশ্য রয়েছে এমন যেখানে যাত্রীসহ একটি নৌকা ডুবে যাচ্ছে। এরপর সেখানে গিয়ে আমরা তাঁদের বাঁচাই। আর এজন্য আমাকে সাঁতার শিখতে হবে। এজন্য সাঁতার শেখার ব্যাপারে কয়েকদিন আগে একটি সুইমিং পুলের একজন ম্যানেজারের সাথে কথা বলেছি। সেখানে ভর্তি হব।’
বাংলা চলচ্চিত্রের গুণী নির্মাতা ছটকু আহমেদের পরিচালনায় কাজ করবেন বলে নিজেকে খুব ভাগ্যবান ভাবেন তানিয়া বৃষ্টি। তবে অভিনয়ের জায়গা থেকে ভীষণ সচেতনও তিনি। যাতে কোথাও কোন কিছুতে ভুল না হয়। এ প্রসঙ্গে তিনি নিজেই জানালেন, ‘ছটকু ভাইয়ের মত একজন গুণী নির্মাতার পরিচালনায় ছবিতে অভিনয় করব। কিন্তু আমার কাজের জায়গাটি নিয়ে পরিচালক যাতে কোন ভাবেই প্রশ্ন তুলতে না পারেন।’
নবাগত নায়কদের দৌড়ে এগিয়ে রয়েছেন শিপন। এদিকে মাঝখানে খানিকটা চলচ্চিত্রে অভিনয়ে বিরতি ছিল। তবে সেটি ক্যারিয়ারের কারণেই। নিজেকে একটু পরখ করে নেওয়ার জন্যে। এ ছবিতে তানিয়া বৃষ্টি’র সহশিল্পী শিপন। এবারই শিপনের সাথে প্রথম কোন ছবিতে অভিনয় করছেন-পেশাদারিত্বের জায়গা থেকে আপনাদের বোঝাপড়াটা কেমন হবে জানতে চাইলে বৃষ্টি বলেন, ‘শিপনের সাথে কাজ নিয়ে আমার যতটুকু কথা হয়েছে তাতে মনে হয়েছে সে খুবই হেল্পফুল। যখন থেকে ছবিটি নিয়ে কথা হচ্ছে তখন থেকেই ও আমাকে প্রস্তুতির বিষয়ে কথা বলেছে। যাতে আমাদের কথোপকথনগুলো সুন্দরভাবে পর্দায় ফুটিয়ে তুলতে পারি।’ ঢাকাই ছবিতে অনেক নতুন নায়িকাই অভিনয় করতে আসছেন। কিন্তু এরমধ্যে অনেকেই আবার হারিয়ে যাচ্ছেন। আর নতুনদের ক্ষেত্রে অভিনয়ের পেশাদারিত্ব এবং কমিটমেন্টের বড়ই অভাব। এমন কথা অনেক পরিচালকের মুখেই শোনা যায়। প্রসঙ্গটি উঠতেই বৃষ্টি বলেন, ‘আমার কাছে বিষয়টি অনেকটা এরকমই মনে হয়। নতুন যারা কাজ করছেন তাঁদের মধ্যে কমিটমেন্ট এর বড় অভাব রয়েছে।অনেকই ভাবেন একটা -দুইটা ব্যবসা সফল ছবিতে অভিনয় করে অনেক দূর চলে এসেছি। অনেক বড় একজন তারকা হয়ে গেছি। তবে বড়-ছোট এরমধ্যে সম্মানের যে একটি বিষয় সেটি না থাকলে হবে না। এখন আমি অনেক বড় তারকা এটি ভাবলে সামনে এগুনো যাবে না। তবে আরেকটি বিষয় রয়েছে সিনিয়রদের যতটুকু উৎসাহ দেওয়া দরকার তাঁর থেকেও অনেকে একটু বেশি উৎসাহ দেন। এটি অনেক সময় হিতে বিপরীত হয়ে দাঁড়ায়। নতুনদের এটা বোঝা উচিত, এটা আমার ক্যারিয়ার, এটির একটি ভিন্নরকম গুরুত্ব থাকবে। আমি চেষ্টা করি সবসময় নিজেকে এসব বিষয় থেকে দূরে রাখার।’
- ট্যাগ:
- সিনেমা
- বিনোদন
- তানিয়া বৃষ্টি