
ছবি সংগৃহীত
একজন শাহজাহান ���পন...
আপডেট: ১১ এপ্রিল ২০১৫, ১৩:৩৯
উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে পড়েছে কিন্তু ডঃ শাহজাহান তপন, মুহম্মদ আজিজ হাসান , ড. রানা চৌধুরী'র লেখা পদার্থবিজ্ঞান বই পড়েনি, এমন কাউকে খুঁজে পাওয়া বেশ কষ্টসাধ্য হবে। কিন্তু শিক্ষার্থীদের প্রিয় এই বইয়ের লেখকদের অন্যতম শাহজাহান তপন স্যার ৮ই এপ্রিল চিরবিদায় নিয়েছেন। দুঃখের ব্যাপার হল, তাঁর এই মৃত্যু সংবাদ দেশের সংবাদমাধ্যমগুলোর চোখ এড়িয়ে গেছে। যার বই ছাড়া শিক্ষার্থীরা পদার্থবিজ্ঞান পড়ার কথা চিন্তাও করতে পারতো না (হয়তো এখনও পারে না), তাঁর মৃত্যু সংবাদ অজানা থেকে গেল দেশের অধিকাংশ শিক্ষার্থীর কাছেই। আজকাল অনেক তুচ্ছ বিষয় নিয়েও সংবাদপত্রগুলো আলাদা পাতা বের করে, অনলাইন নিউজ পোর্টালের অনেক ইউআরএল বরাদ্দ করা হয় অপ্রয়োজনীয় সংবাদের পেছনে। তবে শাহজাহান তপন স্যারদের মৃত্যুতে তাদের জন্য বরাদ্দ হয়না একটি কলামও। হাজার হোক, তাঁরা তো আর মিডিয়ার ঝলমলে তারকা না। তাদের জন্য এক কলাম খবর তৈরি করার সময় কোথায়? ঢাকার বিক্রমপুরে জন্ম নিয়েছিলেন জনপ্রিয় এই শিক্ষক। জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে। পরবর্তীতে শিক্ষকতা করেছেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ টেকনোলজি (আইইউটি)-তে। আর এখান থেকেই নিয়েছিলেন অবসর। কয়েক দশক ধরেই উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের কাছে সমান জনপ্রিয় ডঃ শাহজাহান তপনের পদার্থ বিজ্ঞান বই। নীল আর লাল রংয়ের এই বই দুটি পড়ে উচ্চ মাধ্যমিক পাড়ি দেওয়া অনেকেই আজ বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। অনেকেই এই বই পড়ে পদার্থবিজ্ঞানের কোন টপিক নিয়ে গবেষণার স্বপ্ন দেখেছেন এবং হয়তো সেই স্বপ্ন সত্যিও হয়েছে। এখানেই শাহজাহান তপনদের সার্থকতা। সহজ ভাষায় পদার্থবিজ্ঞানের জটিল বিষয় বোঝানোর ক্ষমতা তো আর সবার থাকে না...
- ট্যাগ:
- বাংলাদেশ
- ডঃ শাহজাহান তপন