ছবি সংগৃহীত

ইউটিউবে সর্বাধিক দেখা ১০ বাংলাদেশি গান

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৬, ২০:০৩
আপডেট: ২৮ অক্টোবর ২০১৬, ২০:০৩

গ্রাফিক্স: আকরাম হোসেন 

(প্রিয়.কম) বর্তমানে সারাবিশ্বে গান দেখার এবং শোনার অন্যতম জনপ্রিয় মাধ্যম হল ইউটিউব। বাংলাদেশও এর বাইরে নয়। ইন্টারনেটের সহজলভ্যতাই এর প্রধান কারণ। বাংলাদেশের অডিও ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়ানোর পেছনেও এই ইউটিউবের অবদান কম নয়। বিভিন্ন গানের ভিডিও দেখার উপর প্রতি মাসে ভালো একটি অংকের টাকা জমা হচ্ছে অডিও কোম্পানিগুলোর ভাণ্ডারে যার উপর ভিত্তি করে এখন অনেকেই আগ্রহী হচ্ছে উন্নতমানের ভিডি��� নির্মাণে। শুধু অডিও গানই নয়, চলচ্চিত্রের গানগুলোও এখন সমান জনপ্রিয়তা পাচ্ছে ইউটিউবে। সবমিলিয়ে ইউটিউব যেমন হয়ে উঠেছে গান দেখার এবং শোনার জনপ্রিয় মাধ্যম ঠিক তেমনই অডিও ইন্ডাস্ট্রির জন্য আশীর্বাদস্বরূপ। চলুন পাঠক, দেখে আসা যাক বাংলাদেশের সেই ১০ টি গানের ভিডিও যা ইউটিউবে সবচেয়ে বেশিবার দেখা হয়েছে (এই রিপোর্ট লেখা পর্যন্ত)... 

০১. বলতে বলতে চলতে চলতে (ইমরান): শফিক তুহিনের লেখা এবং ইমরানের সুর এবং সঙ্গীতে তার নিজের গাওয়া ‘বলতে বলতে চলতে চলতে’ গানটি রয়েছে এ তালিকার শীর্ষে। গানটি ইউটিউবে দেখা হয়েছে ১১,৫৭৫,০৪৬ বার। শুধু বাংলাদেশের গান হিসেবে নয়, যে কোন বাংলা গান হিসেবে এটা প্রথমবারের মত পার করেছে কোটির কোঠা। সাজেকে নির্মিত এই গানটির ভিডিও নির্মাণ করেছেন আশিকুর রহমান। এতে মডেল হিসেবে ছিলেন তানজিন তিশা ও ইমরান নিজে। গানটি ইউটিউবে আপলোড করা হয় ২০১৫ সালের ৫ এপ্রিল।

০২. তুমি আমার (জনি ও মোহনা): জনি খন্দকার এবং মোহনার গাওয়া ‘তুমি আমার’ গানটি ইউটিউবে দেখা হয়েছে ৭,৫২৭,৭৭০ বার। সেদিক দিয়ে এর অবস্থান দ্বিতীয়। গানটি ইউটিউবে আপলোড করা হয় ২০১৩ সালের ৬ জুলাই। অনুরূপ আইচের কথায় গানটির সুর করেছেন বেলাল খান এবং সঙ্গীতপরিচালনা করেছেন মুশফিক লিটু। এর ভিডিও নির্মাণ করেছেন শিমুল হাওলাদার। এতে মডেল হিসেবে ছিলেন অন্তু করিম ও পিয়া বিপাশা।

০৩. ম্যাজিক মামনি (নেহা কাক্কার, অগ্নি-২): যৌথ প্রযোজনার ছবি অগ্নি-২ এ নাহা কাক্কারের গাওয়া ম্যাজিক মামনি আছে তৃতীয় অবস্থানে। ২০১৫ সালের ৪ জুন আপলোড করা এই ভিডিওটি ইউটিউবে দেখা হয়েছে ৭,৪৩৯,৬৭১ বার। ছবিটি নির্মাণ করেছেন ইফতেখার চৌধুরী। এতে মাহির বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার ওম। ঋদ্ধির কথায় গানটির সুর এবং সঙ্গীত স্যাভির।

০৪. ফিরে আসনা (ইমরান): তালিকার শীর্ষে থাকা কণ্ঠশিল্পী ইমরানের গাওয়া আরেকটি গান ‘ফিরে আসনা’ আছে চতুর্থ অবস্থানে। স্নেহাশীষ ঘোষের লেখা এই গানটির সুর এবং সঙ্গীতপরিচালনা করেছেন ইমরান নিজেই। গানটি ইউটিউবে দেখা হয়েছে ৬,৬৩৭,৫৮৯ বার। ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয় এ বছরের ২৮ এপ্রিল যা নির্মাণ করেছেন চন্দন চৌধুরী। এতে মডেল হিসেবে ছিলেন পিয়া বিপাশা ও ইমরান নিজে। 

০৫. মেয়েদের মন বোঝা (কণা ও স্যাভি): তালিকার পঞ্চম অবস্থানে আছে যৌথ প্রযোজনার ছবি ‘আশিকি’র ‘মেয়েদের মন বোঝা’ শিরনামের গানটি। এতে কণ্ঠ দিয়েছেন কণা ও স্যাভি। প্রসেনের কথায় গানটির সুর এবং সঙ্গীত স্যাভির। ২০১৫ সালের ২০ আগস্ট আপলোড করা এই ভিডিওটি ইউটিউবে দেখা হয়েছে ৬,৪৯৭,৮৪১ বার। অশোক পাতি ও আব্দুল আজিজ পরিচালিত এই ছবিতে নুসরাত ফারিয়ার সঙ্গে অভিনয় করেছেন ওপার বাংলার অঙ্কুশ।

০৬. রেশমি চুড়ি (কণা): জনপ্রিয় কণ্ঠশিল্পী কণার গাওয়া ‘রেশমি চুড়ি’ গানটি আছে ষষ্ঠ অবস্থানে। গানটি ইউটিউবে দেখা হয়েছে ৬,২০৯,৬৪৩ বার। প্রিয় চট্যোপ্যধ্যায় লেখা এই গানটির সুর ও সঙ্গীতপরিচালনা করেছেন আকাশ সেন। এতে পারফর্ম করেছেন কণা নিজেই। ভিডিওটি নির্মাণ করেছেন শিবরাম শর্মা। ভিডিওটি এ বছরের ৩১ মার্চ আপলোড করা হয়।

০৭. ঝুম (মিনার): মিনারের গাওয়া ‘ঝুম’ গানটি আছে তালিকার সপ্তম স্থানে। গানটি ইউটিউবে দেখা হয়েছে ৫,৬৯৯,১২৮ বার যা এ বছরের ১৬ জুন আপলোড করা হয়। মিনারের কথা ও সুরে গানটির সঙ্গীতপরিচালনা করেছেন সাজিদ সরকার। এর ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। এতে মডেল হিসেবে আছেন আশফাক রানা ও মৌসুম।

০৮. ইচ্ছে মানুষ (শাওন গানওয়ালা): শাওন গানওয়ালার গাওয়া ইচ্ছে মানুষ গানটি আছে অষ্টম অবস্থানে। তুষার হাসানের কথায় গানটির সুর করেছেন শাওন নিজেই। সঙ্গীতপরিচালনা করেছেন আমজাদ হোসেন। গানটি ইউটিউবে দেখা হয়েছে ৫,৫২৭,০২৪ বার। এর ভিডিও নির্মাণ করেছে প্রেক্ষাগৃহ যা এবছরের ১২ মে আপলোড করা হয়। এতে মডেল হিসেবে আছেন জোভান ও নাদিয়া।

০৯. যে পাখি ঘর বোঝেনা (ধ্রুব গুহ): ধ্রুব গুহর গাওয়া ‘যে পাখি ঘর বোঝেনা’ গানটি ইউটিউবে দেখা হয়েছে ৫,৫০৮,৮৪২ বার। সে হিসেবে গানটি আছে তালিকার নবম স্থানে। এটি আপলোড করা হয় ২০১৫ সালের ৫ ডিসেম্বর। প্লাবন কোরেশির কথায় গানটির সঙ্গীতপরিচালনা করেছেন তরিক। ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। এতে মডেল হিসেবে আছেন তারেক ও তারিন।

১০. কোথায় যাবি (জুয়েল মোর্শেদ): জুয়েল মোর্শেদ এর গাওয়া ‘কোথায় যাবি’ শিরোনামের গানটি আছে দশম অবস্থানে। রবিউল ইসলাম জীবন ও জুয়েল মোর্শেদের কথায় গানটির সুর এবং সঙ্গীত জুয়েলের নিজের। এতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন কণা। ভিডিওটি নির্মাণ করেছেন শুভব্রত সরকার। গানটি ইউটিউবে দেখা হয়েছে ৫,২১৬,৩৫৯ বার। ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয় ২০১২ সালের ১৩ মে।