
ছবি সংগৃহীত
আসবাব বার্নিশের নানা দিক
আপডেট: ২৫ মার্চ ২০১৩, ১৪:২৪
কাঠের আসবাবের আবেদন চিরদিনের। সেই সুদূর অতীত থেকে আজ পর্যন্ত আসবাবে কাঠের ব্যবহার চলে আসছে। বর্তমানে নানান উপাদানের আসবাবপত্র কিনতে পাওয়া যায়। কিন্তু কাঠের আসবাব তার স্থান ধরে রেখেছে আগের মতোই। কাঠ প্রাকৃতিক উপাদান হওয়ায় এর আলাদা রকম যত্নের প্রয়োজন হয়। খোলা বা উন্মুক্ত কাঠ সহজেই নষ্ট হয়ে যায়। তাই কাঠের তৈরি আসবাবে রং বা বার্নিশ ব্যবহার করা হয়। রং কাঠকে পুরোপুরি ঢেকে ফেলে। কাঠের নিজস্ব রং বা আঁশ কিছুই দেখা যায় না। কিন্তু বার্নিশ কাঠকে পুরোপুরি না ঢেকে একটি স্বচ্ছ আস্তরণ দেয়, যা কাঠের মূল রং ও আঁশবিন্যাসকে আরো আকর্ষণীয় করে তোলে। কাঠের আসবাবপত্র দীর্ঘদিন ব্যবহারের ফলে রং নষ্ট হয়ে মলিন হয়ে যায়। তখন আবার তাতে রং বা বার্নিশ করে নতুনের মতো করে তোলা যায়। এনামেল পেইন্ট বাজারে সিল করা টিনের কৌটায় কিনতে পাওয়া যায়। কাঠের রং হিসেবে এগুলো সরাসরি ব্যবহার করা যায়। ঘন হয়ে গেলে থিনার দিয়ে প্রয়োজন মতো পাতলা করা যায়। এনামেল পেইন্ট দিয়ে কাঠ ঠিকমতো রং করতে পারলে কাঠের সৌন্দর্য ও ঔজ্জ্বল্য বেড়ে যায় বহুগুণ। কাঠে রং করার সময় প্রথমে খাড়াভাবে এবং পরে আড়াআড়ি ভাবে ব্রাশ করুন। কাঠে অন্তত দুইবার রং করতে হয়। প্রথম রঙের আস্তরণ পুরোপুরি শুকিয়ে যাবার পর দ্বিতীয়বার রং করুন। এতে রং উজ্জ্বল দেখাবে। রং করার কাজে ব্রাশের পরিবর্তে স্পে মেশিনও ব্যবহার করতে পারেন। যেভাবেই রং করুন না কেন রং করা আগে কাঠ শিরিষ কাগজ দিয়ে ভালোভাবে ঘষে মসৃণ করে নিন। বিশেষ করে পুরোনো আসবাব রং করার আগের পূর্বের করে শিরিষ কাগজ দিয়ে ঘষে তুলে ফেলুন। নয়তো রং ভালো হবে না। বার্নিশের স্বচ্ছ আবরণ কাঠের আসবাবপত্রকে করে তোলে অভিজাত। তাই সাধারণ ব্যবহারের আসবাবেও সবাই রঙের চেয়ে বার্নিশ পছন্দ করে। বাজারে তিন ধরনের বার্নিশ কিনতে পাওয়া যায় - তেল বার্নিশ, স্পিরিট বার্নিশ ও পানি বার্নিশ। তবে তেল বার্নিশ ও স্পিরিট বার্নিশ দিয়ে কাজ করা তুলনামূলক ভাবে সহজ। কাঠ বার্নিশ করার আগে এর জোড়া, ফাটা, গর্ত ইত্যাদি পুটিং দিয়ে ভালো মতো বন্ধ করে দিন। নয়তো বার্নিশ করলে ভালো দেখাবে না। পুটিং লাগানোর পর তা শুকিয়ে গেলে শিরিষ কাগজ দিয়ে কাঠ ভালো করে ঘষে মসৃণ করে নিন। ব্রাশের বদলে কাপড় বা তুলা দিয়ে তুলি বা নুটি বানিয়ে কাঠে বার্নিশ লাগান। প্রথম আস্তরণ শুকিয়ে গেলে আবার বার্নিশ প্রয়োগ করুন। বার্নিশের ক্ষেত্রে কমপক্ষে তিনটি আস্তর দিতে হয়। নইলে বার্নিশ উজ্জ্বল হয় না।