ছবি সংগৃহীত

আত্রাইয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান

priyo.com
লেখক
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০১৬, ১১:৩১
আপডেট: ২০ জানুয়ারি ২০১৬, ১১:৩১

(রওশন আরা পারভীন শিলা, আত্রাই, নওগাঁ) ‘শিক্ষার জন্য এসো আর মানুষের কল্যাণে বেরিয়ে যাও’ এই প্রতিপাদ্য নিয়ে আত্রাই পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার দুপুর ১২টায় আত্রাই পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সফল সভাপতি,বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ আফছার আলী প্রামানিক।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রীনৃপেন্দ্র নাথ দত্ত দুলার, আত্রাই উপজেলা মডেল প্রেস ক্লাবের সভাপতি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক একেএম কামাল উদ্দিন টগর, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ একরামূল বারী রঞ্জু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, পাঁচুপুর ইউপি চেয়ারম্যান এমদাদুল হক পিন্টু, আত্রাই পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের অবসর প্রাপ্ত সাবেক প্রধান শিক্ষিকা রেহেনা বেগম।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আত্রাই পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিমুদ্দিন সরদার,আত্রাই মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ দ্বীন মোহমাদ, আইএসডিসিএম আত্রাই শাখা ব্যবস্থাপক মোঃ নিজাম উদ্দিন, আস্থা শিশু ও মহিলা উন্নয়ন উন্নয়ন সংস্থার চেয়ারপার্সন বিশিষ্ঠ সমাজ সেবিকা ,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম আত্রাই শাখার সভাপতি সাংবাদিক রওশনআরা পারভীন শিলা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ আব্দুর রশিদ প্রামানিক, এনামুল হক সবুজ, মোঃ আব্দুর রউফ, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফজিলাতুন নেছা, শিক্ষিকা রেহেনা খাতুন, শিক্ষিকা শামসাদ বেগম, শিক্ষিকা আনোয়ারা বেগম, শিক্ষিকা আঞ্জুমান আরা, শিক্ষিকা রিভা রানী শীল, শিক্ষক নিরাঞ্জন কুমার, শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, সাহাদত ওয়াসিম, শিক্ষক আসাদুজ্জামান চৌধুরীউজ্জল হোসেন, শিক্ষক আবু সাইদ, শিক্ষক মকলেছুর রহমান, শিক্ষক উজ্জল হোসেন, শিক্ষক মোতালেব হোসেন, বিদায়ী শিক্ষার্থী তামান্না ইয়াছমিন, নদী আরা, ফারজানা, তাইবা খাতুন, সিলিমা খাতুন প্রমুখ।

অনুষ্ঠান শেষে  শিক্ষাঅনুরাগী বিশিষ্ট সমাজ সেবক সফল বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তাঁর নিজস্ব ব্যক্তিগত তহবিল থেকে বিদায়ী পরীক্ষার্থীদের প্রতিজনকে পরীক্ষার প্রস্তুতি মূলক সামগ্রী হিসাবে একটি কলম ও স্কেল উপহার হিসেবে প্রদান করেন।

এছাড়া স্থানীয় সারগাম সংঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষও পরিচালক মোঃ আকতার রানা ও শ্রী মাধাই চন্দ্র এর পরিবেশনায় এলাকার সুনামধন্য শিল্পী সঙ্গীতা রানীর তত্বাবধানে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।