মুন্সীগঞ্জে জোয়ারে ভেসে গেল শতাধিক গরু, মৃত উদ্ধার ৩৬

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৩ মে ২০২৫, ২২:১০

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় খাল পার হতে গিয়ে স্রোতের টানে শতাধিক গরু ভেসে গেছে। পরে ৩৬টি গরু মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।


শুক্রবার বিকাল ৪টার দিকে হোসেন্দী ইউনিয়নের ভাটি বলাকী গ্রাম সংলগ্ন মেঘনা নদীর সঙ্গে যুক্ত খালে এ ঘটনা ঘটে বলে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম জানান।


স্থানীয়রা জানান, গ্রামের গরুগুলো প্রতিদিনই সকালে বিলে ঘাস খেতে যায়। দিনশেষে খাল পার হয়ে আবার গৃহস্থের বাড়ি ফিরে আসে। খালে প্রচুর কচুরিপানা রয়েছে। শুক্রবার ফেরার সময় গরুগুলো হঠাৎ করে আসা জোয়ারের স্রোতের মুখে পড়ে। এতেই গরুগুলো ভেসে যায়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও