
ছবি সংগৃহীত
আত্মহত্যার পূর্বে শেষ চিঠিতে যা লিখেছেন পৃথিবী বিখ্যাত মানুষেরা (পর্ব-২)
আপডেট: ০২ অক্টোবর ২০১৫, ১৫:৩৩
( প্রিয়.কম ) মৃত্যু নিশ্চিত! আর একটু পরই আত্মহত্যা করবেন আপনি। কাটাবেন পৃথিবীর মায়া। কী করবেন আপনি এমন পরিস্থিতিতে? নিশ্চয়ই কিছু বলতে চাইবেন কাছের আর ভালোবাসার মানুষগুলোকে? কিংবা শেষ কোন কথাটি বলার থাকবে আপনার? মৃত্যুর পূর্বে হয়তো একটি চিঠিই হয়ে উঠবে আপনার মনের কথাকে কাছের মানুষের কাছে পৌঁছে দেওয়ার একমাত্র মাধ্যম। এমনটা কেবল আপনিই নন, ভেবেছিলেন বিখ্যাত সব মানুষেরাও। আর তাই আত্মহত্যায় মৃত্যুর আগে তারা লিখে গিয়েছিলেন জীবনের শেষ কথা সবাইকে উদ্দেশ্য করে। জানতে চান কী লিখেছিলেন তারা? কি ছিল তাদের সুইসাইড নোটে? আসুন জেনে নিই বেশ কিছু জগত বিখ্যাত মানুষের বিখ্যাত সুইসাইড নোটের কথা।
৬. জেমস হোয়াল
ফ্রাঙ্কেস্টাইন মুভিটির কথা মনে আছে? কতটা ভয়ংকর মনে হয়েছিল চলচিত্রটিতে ফ্রাঙ্কেস্টাইনের জীবনকে? একের পর এক ধাক্কা খেয়ে নিজের জীবনটাকেও ততটাই বিষময় করে তুলেছিলেন চলচিত্রটির পরিচালক জেমস হোয়াল। পরবর্তীতে স্ট্রোক করলে তার মনের যন্ত্রণা চলে আসে শরীরেও। এভাবে অনেকটা দিন কাটাবার পর এইসব কষ্ট থেকে মুক্তি পেতে ১৯৫৭ সালের ২৯ মে সুইমিং পুলে ডুবে আত্মহত্যা করেন জেমস। লিখে যান নিজের শেষ কটি লাইন।
“ ভবিষ্যত হচ্ছে কেবলই বৃদ্ধ বয়স এবং অসুস্থতা আর ব্যথা... আমার শান্তি পাওয়া উচিত এবং এটাই তার একমাত্র উপায়। “
৭. লুপ ভেলেজ
মেক্সিকো থেকে এসে খুব দ্রুতই হলিউডে বেশ সুখ্যাতি কুড়িয়ে নেন অভিনেত্রীর লুপ ভেলেজ। ইস্ট ইজ ওয়েস্ট, দ্যা ওলফ সংসহ বেশকিছু ব্যবসাসফল ছবিতে অভিনয় করার পরেও অজানা কোন কারণে ক্যারিয়ারের সাফল্যের মাঝখানটাতে হঠাৎ করেই অতিরিক্ত স্যাকোনেল গ্রহণ করে মারা যান এই অভিনেত্রী। তার মৃত্যু নিয়ে ব্যাপক আলোচনার ঝড় বয়ে যায় হলিউডে। মৃত্যুর আগে সুইসাইড নোটে লিখে যান তিনি-
“ হ্যারল্ডের প্রতি, সৃষ্টিকর্তা তোমাকে ক্ষমা করুন এবং আমাকেও কিন্তু আমি আমার এবং লজ্জা নিয়ে বড় করে তোলা কিংবা মেরে ফেলার আগেই আমাদের সন্তানের জীবনকে শেষ করে দিতেই পছন্দ করব, লুপ। “
৮. জর্জ স্যান্ডার্স
ডিজনির দ্যা জাঙ্গল বুক ছবিতে শের খানের কথা মনে আছে? যে কিনা সুযোগ পেলেই মোগলী আর অন্যসব মানুষের ক্ষতি করতে চাইত? আর বিখ্যাত এই শের খান চরিত্রের পেছনে যার কন্ঠ রয়েছে সেটি আর কারো নয়, জর্জ স্যান্ডার্সের। তবে কেবল কন্ঠ দিয়েই নন, অভিনয়, লেখা, গান, গানের কথা- কি না করেছেন তিনি। টানা ৪০ বছর কাজ করেন তিনি চলচিত্র দুনিয়ায়। আর তারপর? আত্মহত্যা করবার আগে ছোট্ট এই নোটটি লিখে যান জর্জ পৃথিবীকে উদ্দেশ্য করে।
“প্রিয় পৃথিবী, আমি তোমাকে ছেড়ে যাচ্ছি কারণ আমি বিরক্ত হয়ে গিয়েছি। মনে হচ্ছে দীর্ঘসময় আমি বেঁচেছি। তোমার দুর্ভাবনাগুলোর সাথে এই ছোট্ট মিষ্টি নর্দমাতেই ছেড়ে যাচ্ছি আমি তোমাকে।"
৯. ভ্যাচেল লিন্ডসে
আধুনিক গীতিকবিতার জনক বলে আখ্যা দেওয়া হয় এই বিখ্যাত আমেরিকান কবিকে। জীবদ্দশায় বেশ কিছু বিখ্যাত কবিতা আর কবিতার বইয়ের জন্ম দেন তিনি। তবে শেষ সময়ে আত্মহত্যার আগে লিখে যান ছোট্ট একটি সুইসাইড নোট।
“ তারা আমাকে পাওয়ার চেষ্টা করেছিল... আমি তাদেরকে প্রথমে পেলাম। “
১০. জিয়া খান
খুব বেশিদিন হয়নি বলিউড অভিনেত্রী জিয়া খানের মৃত্যুর। এইতো কয়েকদিন আগেই মুক্তি পেল তার আত্মহত্যার জন্যে দায়ী প্রেমিক সুরাজ পাঞ্চালির সিনেমাও! মূলত সুরাজের ভালোবাসার অভিনয়, ধোঁকা, গর্ভপাত আর অমানুষিক কষ্টের কারণেই এ পথ বেছে নেন হাউজফুল আর গজনীখ্যাত এই অভিনেত্রী। মৃত্যুর আগে জিয়ার লেখা সুইসাইড নোট কাঁদিয়ে দেয় সবাইকে। ছয় পৃষ্ঠার দীর্ঘ নোট লেখেন তিনি। যার শেষ লাইনটি ছিল-
"এখন আমি কেবল একটু ঘুমোতে চাই এবং আর কখনোই জাগতে চাই না। আমি কিছুই না। আমার সবকিছুই ছিল।" তথ্যসূত্র- Suicide Notes: 10 Shocking Suicide Notes-www.oddee.com Notable suicide notes-www.phrases.org.uk Last Words Written By Famous People In Their Suicide Notes-www.ranker.com
- ট্যাগ:
- লাইফ
- জীবন চর্চা