ছবি সংগৃহীত

অদ্ভুতুড়ে যে ১০ টি প্রাণী চমকে দেবে আপনাকে! (দেখুন ছবিতে)

নিগার আলম
লেখক
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০১৬, ০৯:৩০
আপডেট: ১৪ জানুয়ারি ২০১৬, ০৯:৩০

ফটো সোর্স: www.fs024.com

(প্রিয়.কম)- পৃথিবীতে কত রকমের প্রাণী আছে, তা কি আপনি জানেন? প্রায় ১,৩৬৭, ৫৫৫ মিলিয়ন প্রাণী ও কীট পতঙ্গ এই পৃথিবীতে আছে! এর মধ্যে কয়টি প্রাণীকে আমরা চিনি? গল্পের বইতে অনেক অদ্ভুত অদ্ভুত প্রাণীর ছবি দেখতে পাওয়া যায়। আপনি কি জানেন এই প্রাণীগুলোর অনেকটাই কিন্তু বাস্তবেই আছে। গবেষকরা প্রতিনিয়ত নিত্য নতুন প্রজাতি আবিষ্কার করে যাচ্ছেন। boredpanda এমন সব অদ্ভুত কিছু প্রাণীর ছবি প্রকাশ করেছে। আসুন তাহলে দেখে নেওয়া যাক এই অদ্ভুত প্রাণীগুলো।

১। Thorny Dragon

strange animals

ড্রাগনের মতে দেখতে এই প্রাণীটি মরুভূমিতে দেখতে পাওয়া যায়। এই টিকটিকি জাতীয় প্রাণীটির একটি  নকল মাথা আছে। বিপদের সময় প্রাণীটি তার আসল মাথাটি নকল মাথার নিচে লুকিয়ে ফেলে।  

২। Pink Fairy Armadillo

strange animals

এই প্রাণীটি আর্জেন্টিনা মরুভূমি এলাকায় দেখতে পাওয়া যায়। এরা সাধারণত শুষ্ক মাটিতে গর্ত করে থাকতে পছন্দ করে। ৫ থেকে ৬ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে।

৩। Dumbo Octopus

strange animals

সমুদ্রের প্রায় ৩০০০ থেকে ৪০০০ মিটার গভীরে এই অক্টোপাসটির দেখা পাওয়া যায়।  এদের মাছের ফুলকার মত কান থাকে।

৪। Red-lipped Batfish

strange animals

মাছ প্রজাতির হলেও এই মাছটি তেমন সাঁতার কাটতে পারে না। তারা মূলত ফুলকার সাহায্যে সাগরের নিচে হেঁটে বেড়ায়।

৫। The Panda Ant

strange animals

চিলিতে দেখা মিলবে এই পিঁপড়াটি। তাদের বেদনাদায়ক হুলের কারণে একে কাউ কিলার বা কাউ অ্যান্ট বলা হয়ে থাকে। পাণ্ডার মত সাদা কালো দেখতে বলে একে পান্ডা অ্যান্ট বলা হয়।

৬। Venezuelan Poodle Moth

strange animals

২০০৯ সালে ভেনিজুয়েলায় এই পোকাটি আবিষ্কার করা হয়। এর সম্পর্কে তেমন কোন তথ্য এখন পর্যন্ত পাওয়া যায় নি।

৭। Shoebill

strange animals

সারস পাখির মত দেখতে এই বিশাল পাখিটির নামকরণ করা হয় তার ঠোঁটের কারণে। এইরকম পাখির কথা প্রাচীণ মিশর এবং আরবে গল্পে পাওয়া গেলেও ১৯ শতাব্দীতে এই পাখিটির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।

৮। Star-Nosed Mole

strange animals

তারা মত নাকের কারণে এই প্রাণীটিকে স্টার নোজ মোল বলা হয়। এর নাক ২২টি চিকন মাংসল দিয়ে গঠিত।

৯। Yeti Crab

strange animals

Yeti Crab এর আরেক নাম Kiwa hirsuta। ২০০৫ সালে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে এর দেখা পাওয়া যায়। এটি প্রায় ১৫ সেন্টিমিটার লম্বা হয়ে থাকে।  

১০। Superb Bird of Paradise

strange animals

নিউ গিনিতে এই সুন্দর পাখিটির দেখা পাওয়া যাবে।

লিখেছেন-

নিগার আলম

ফিচার রাইটার, প্রিয় লাইফ

প্রিয়.কম