চিত্রনায়িকা ববি গত ঈদে সাকিব সনেট পরিচালিত ‘নোলক’ ছবিটি দর্শকদের উপহার দেন। এ ছবিতে শাকিব খানের বিপরীতে তিনি অভিনয় করেন। ছবিটি দর্শক মহলে সাড়া ফেলে। এবার নতুন ছবি নিয়ে হাজির হচ্ছেন তিনি। আসছে কোরবানি ঈদে তার অভিনীত ‘বেপরোয়া’ ছবিটি মুক্তির কথা রয়েছে। ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। এ ছবিতে চিত্রনায়ক রোশান ববির বিপরীতে অভিনয় করেছেন। ববি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় আমার এ ছবির নতুন গান প্রকাশ হয়েছে, যেখানে নতুন রূপে দেখা গেছে এ নায়িকাকে। গানটির শিরোনাম ‘ঘুম ঘুম আদরে’। ছবির পরিচালক রাজা চন্দর কথায় ও ডাব্বুর মিউজিকে গানটিতে কণ্ঠ দিয়েছেন কনা। গানের কোরিওগ্রাফি করেছেন সাইফ খান কালু। এটি প্রকাশের পর থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। আশা করি, ছবিটিও দর্শকরা আসছে ঈদে উপভোগ করবেন। এদিকে ববি অভিনীত আরো একটি ছবির কাজ শেষ পর্যায়ে। নাম ‘রক্তমুখী নীলা’। কলকাতার প্রোডাকশনের ছবি এটি। এ ছবিটি পরিচালনা করছেন জয়দীপ মুখার্জি। আর ছবিতে ববির বিপরীতে অভিনয় করেছেন সব্যসাচী মিশরা। অ্যাকশন-রোমান্টিক ঘরানার গল্প এটি। এ ছাড়াও ববি অভিনীত সরকারি অনুদানের ছবি ‘বৃদ্ধাশ্রম’ চলতি বছর মুক্তি পাবে। স্বপন চৌধুরী পরিচালিত এ ছবিতে ববির নায়ক এসডি রুবেল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.