নগরীর তালতলা থেকে ৩৪ জুয়াড়ি আটক
দৈনিকসিলেটডটকম:সিলেট নগরীর তালতলা থেকে ৩৪ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুলাই) বিকাল পাঁচটার দিকে অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, এসএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম'র নেতৃত্বে কোতোয়ালী থানার সহকারি কমিশনার ইসমাইল হোসেন পিপিএম ও ওসি সেলিম মিঞাসহ বিপুলসংখ্যক এ অভিযান চালায়। এসময় শিলং তীর নামক জুয়া খেলা অবস্থায় ৩৪ জন জুয়াড়িকে আটক করা হয়। অভিযানে জুয়ার আসর থেকে নগদ টাকা ও জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন: ১। মোঃ সবুজ মিয়া (২৬), ২। রুহুল আমিন (২২), ৩। মোঃ রফিক মিয়া (২৪), ৪। মোঃ মিলন আহমদ (৩০), ৫। মোঃ তজিমুল ইসলাম নবাব (২৫), ৬। মোঃ ফরহাদ শেখ (৩২), ৭। মোঃ আখতার হোসেন (২৫), ৮। মোঃ বাবুল (২৪), ৯। মোঃ শফিক মিয়া (৫০), ১০। মোঃ মোক্তার খান (২৭), ১১। সাদেক আহমদ (৩০), ১২। মোঃ সফিকুল ইসলাম (২২), ১৩। মাসুম আহমদ (২৪), ১৪। দীপক রায় (২৭), ১৫। ইনতাজ আলী (২৭), ১৬। মোঃ মাসুম মিয়া (২৫) , ১৭। মোঃ হাবিবুর রহমান (২০), ১৮। মোঃ জসিম আহমদ (৪৬), ১৯। মোঃ আব্দুল গনি (৩২), ২০। মোঃ শাহিন মিয়া (৩৫), ২১। মোঃ ফেরদৌস আহমদ (৩০), ২২। মোঃ জামাল হোসেন (২২), ২৩। মোঃ জাকির হোসেন (২৫), ২৪। মোঃ আব্দুর রহিম (২৪), ২৫। এস.কে হারুন (৩৮), ২৬। মোঃ কামরুল ইসলাম (৩২), ২৭। বাবুল মিয়া (৩৮), ২৮। মোঃ ময়না মিয়া (২৭), ২৯। মোঃ সোহাগ আহমদ (২৪), ৩০। মোহাম্মদ আলী (৩৮), ৩১। অরুন কুমার ঘোষ (৪৩), ৩২। আবু তাহের (৩৮), ৩৩। মোঃ টিটু মিয়া (২৪) এবং ৩৪। মোঃ সিরাজুল ইসলাম (৩০) । আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- জুয়ারি আটক
- সিলেট জেলা