You have reached your daily news limit

Please log in to continue


উপদেষ্টা হাসান আরিফের দাফন সোমবার

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফকে আগামী সোমবার মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিদেশে অবস্থানরত ওনার মেয়ে ২২ ডিসেম্বর রাত সাড়ে ১০টায় দেশে পৌঁছাবেন। এরপরে ২৩ ডিসেম্বর সকাল ১০টার দিকে মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করার সিদ্ধান্ত হয়েছে।

“আপাতত ওনার মরদেহ সিএমএইচের হিমঘরে রাখা হবে।"

অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফ শুক্রবার বিকাল ৩টা ১০ মিনিটে ঢাকার ল্যাবএইড হাসপাতালে মারা যান। ওইদিন বাদ এশা ধানমন্ডি সাত নম্বর বায়তুল আমান মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

শনিবার বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে উপদেষ্টা হাসান আরিফের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। পরে সচিবালয় তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন