গাড়ির ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: মামলা নিতে অসহযোগিতার অভিযোগ সহপাঠীদের

প্রথম আলো প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৪, ১৮:১১

বাংলাদেশ প্রকৌশল  বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহতের ঘটনায় মামলা নিতে পুলিশ অসহযোগিতা করেছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা।


গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকার অদূরে পূর্বাচলে গাড়ির ধাক্কায় মুহতাসিম নিহত হন। আহত হন আরও দুই শিক্ষার্থী। এ ঘটনার সুষ্ঠু বিচারসহ পাঁচ দাবিতে দ্বিতীয় দিনের মতো বিবৃতি দিয়েছেন সহপাঠীরা।


আজ শনিবার দুপুরে বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারে লিখিত এক বিবৃতিতে শিক্ষার্থীরা অভিযোগ করেন, মামলা নিতে পুলিশ অসহযোগিতা করেছে। বিবৃতি পড়েন নিহতের তিন সহপাঠী।


শিক্ষার্থীরা বলেন, বিকেলে সহপাঠী নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ বিচার নিশ্চিতের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেবেন তাঁরা। শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, আসামিপক্ষের আইনজীবী বিভ্রান্তিকর মন্তব্য করেছেন। এ ছাড়া গণমাধ্যমে ‘হত্যাকাণ্ড’কে দুর্ঘটনা বলে প্রচার করা হয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও