নিজের বাড়ি ছেড়ে অন্যবাড়িতে গিয়ে নববধুর আত্মহত্যা!
নবীগঞ্জ প্রতিনিধি:নবীগঞ্জে হাবিবা আক্তার (২০) নামে এক নববধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। হাবিবা উপজেলার সুলতানপুর গ্রামের ওমান প্রবাসি রুহুল আমীনের স্ত্রী। রুহুল আমীনের সাথে হাবিবার বিয়ে হয় মাত্র ৬ আগে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ওই নববধু একই গ্রামের রিপন মিয়ার বাড়িতে গিয়ে গলায় শাড়ি পেছিয়ে ঝুলতে থাকে। এসময় স্থানীয়রা দেখতে পেয়ে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাবিবা কেন নিজের বাড়ি ছেড়ে অন্যবাড়িতে গিয়ে আত্মহত্যা করলো এই নানা রহস্য সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, ঘটনাটি প্রাথমিক ভাবে রহস্যজনক মনে হচ্ছে। এ বিষয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। সে কি কারণে কেন আত্মহত্যা করেছে তদন্তের পর বিষয়টি সম্পর্কে জানা যাবে। এদিকে, এ ঘটনায় আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। লোক মুখে নানা কাহিনী শোনা যাচ্ছে। লাশের ছুরতহাল রিপোর্ট তৈরী শেষে মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।