কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নূর চৌধুরীকে ফেরত পাঠানো সম্ভব নয়: হাইকমিশনার

মানবজমিন প্রকাশিত: ২৮ জুন ২০১৯, ০০:০০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে কানাডার আইন অনুযায়ী বাংলাদেশে ফেরত পাঠানো সম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার বেনোয়ে  প্রিফন্টেইন। কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডিকাবের  ‘ডিকার টক’-এ এক প্রশ্নের জবাবে হাই কমিশনার বলেন, নূর চৌধুরীর বিষয়টি ফের আদালতে গেছে। বাংলাদেশ সরকার নিশ্চিত করতে চাইছে, এ বিষয়ে কী করা সম্ভব। ঐতিহাসিকভাবে কানাডা কোনো ব্যক্তিকে এমন দেশে প্রত্যর্পণের বিরোধী যেখানে তার মৃত্যুদণ্ড হওয়ার আশঙ্কা রয়েছে। কাউকে প্রত্যর্পণ করার ক্ষেত্রে কানাডিয়ানদের মূল ইস্যুটি হচ্ছে, আমরা এমন কাউকে ফেরত পাঠাতে চাই না, যার সেখানে খুন হওয়ার আশঙ্কা রয়েছে। অবশ্য হাই কমিশনার পরক্ষণেই বলেন, এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে কানাডার আদালত। প্রত্যর্পণে কানাডার অনাগ্রহের কারণ সমপর্কে এখনই বলা উচিৎ হবে না বলেও উল্লেখ করেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিস (বিস) মিলনায়তনে সাংবাদিকদের ওই অনুষ্ঠানে কথা বলেন কানাডিয়ান দূত। তার আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা, রোহিঙ্গা সঙ্কট, গণমাধ্যমের স্বাধীনতা এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার নানা দিক ওঠে আসে। প্রশ্নোত্তর পর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে কানাডা সরকার ফেরত দেবে কিনা- সরাসরি এমন প্রশ্নের জবাব দেন তিনি। কানাডার আদালত বিএনপিকে ‘সন্ত্রাসী সংগঠন’ বলে ক’বছর আগে যে বক্তব্য দিয়েছিলেন সে বিষয়ে প্রশ্ন আসে। জবাবে হাইকমিশনার বেনোয়ে প্রিফন্টেইন বলেন, না, এটি আদালতের বক্তব্য ছিল না। এটি ছিল ইমিগ্রেশনের এক কর্মকর্তার মন্তব্য। যেটি তিনি ওই বাংলাদেশীর ভিসা প্রত্যাখ্যান করার সময় করেছিলেন। কিন্তু কানাডার আদালত, প্রশাসন বা হাই কমিশন বিএনপিকে সন্ত্রাসী সংগঠন মনে করে না। বাংলাদেশের বৈধ সব রাজনৈতিক দলের কানাডার যোগাযোগ রয়েছে বলেও জানান তিনি। রোহিঙ্গাদের বিষয়ে কানাডার হাইকমিশনার বলেন, রোহিঙ্গা সঙ্কট সমাধানে বাংলাদেশের পাশে আছে কানাডা। এ ছাড়া ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য কানাডা সহায়তা দিয়ে আসছে। ২০১৭ সালে এ সঙ্কটের শুরু থেকেই কানাডা সরকার ৮৬.৮ মিলিয়ন মার্কিন ডলার রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা দিয়েছে। তবে কানাডা সরকার রোহিঙ্গাদের ব্যবস্থাপনা নয়, সমস্যার সমাধান চায়। বেনোয়ে প্রিফন্টেইন বলেন, কানাডায় বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ রয়েছে। সেখানে বাংলাদেশি শিক্ষার্থীও বাড়ছে। ২০১৮ সালে কানাডায় সাড়ে ছয় হাজারেরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী পড়তে গেছেন বলেও জানান তিনি। যা আগের বছরের তুলনায় ৫০ভাগ বেশী। এক প্রশ্নের জবাবে কানাডার হাইকমিশনার বলেন, কানাডা বাংলাদেশের গণতন্ত্র, সুশাসন এবং বাক স্বাধীনতার উন্নয়নের পক্ষে। তবে এ সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট ঘটনার ব্যাপারে মতামত দিতে অনাগ্রহ প্রকাশ করেন ওই দূত। ডিকাব সভাপতি রাহীদ এজাজের সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব। অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা ছাড়াও বিভিন্ন সংবাদ মাধ্যমের সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও