বন্ধ হলো স্কুল মাঠে গরু-ছাগলের হাট

মানবজমিন প্রকাশিত: ২৩ জুন ২০১৯, ০০:০০

অবশেষে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার রাবাইতারী শেখ ব্রাদার্স (এসবি) বহুমুখী উচ্চ বিদ্যালয়ের স্কুল মাঠে গরু ছাগলের হাট। ওই এলাকার আহাম্মেদুর রহমান শেখ গং এলাকায় আধিপত্য বিস্তার করে প্রায় অর্ধযুগ ধরে স্কুল মাঠে গরু ছাগলের হাট বসিয়ে স্কুলের শিক্ষার পরিবেশ বিঘ্নিত করে আসছিলেন। তিনি ও তার ভাই স্থানীয়  আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হওয়ায় স্কুল শিক্ষার্থী ও গভর্নিং বডির সদস্যরা ভয়ে তাদেরকে কিছু বলতে পারছিল না। পরে  গত ১৬ই এপ্রিল এ সংক্রান্ত একটি প্রতিবেদন দৈনিক মানবজমিন পত্রিকায় প্রকাশিত হলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. মাছুমা আরেফিন জানান, হাট ইজারার শর্তানুযায়ী সরকারি ইজারা মূল্যের জায়গা ছাড়া স্কুলমাঠে গরু-ছাগলের হাট বসানো যাবে না। ইজারাদারকে ডেকে বলা হয়েছে আর যেন স্কুলমাঠে গরু-ছাগলের হাট বসানো না হয়। নিয়ম ভাঙলে ইজারাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও