গোড়ালি ব্যথায় কী করবেন?
প্রথম আলো
প্রকাশিত: ২৩ মে ২০১৯, ১১:২৬
পায়ের গোড়ালি ব্যথা নানা কারণে হতে পারে। এর মধ্যে গোড়ালির হাড় বৃদ্ধি বা ক্যালকেনিয়াল স্পোর বা অস্টিওফাইটিক স্পোর অন্যতম। এতে গোড়ালির হাড়ে ক্যালসিয়াম জমে একটা তীক্ষ্ণÿসুচালো স্পোর বা বাড়তি অংশ তৈরি হয়, যা আশপাশের পেশি, লিগামেন্ট ইত্যাদিতে চাপ দেয়। ফলে ব্যথা অনুভূত হয়।
- ট্যাগ:
- লাইফ
- পায়ের গোড়ালির ব্যাথা