কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিশ্বকাপ দলে ফিরতে পারেন আমির

মানবজমিন প্রকাশিত: ১৭ মে ২০১৯, ০০:০০

পাকিস্তান দলে ফেরানো হতে পারে মোহাম্মদ আমিরকে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বোলারদের ব্যর্থতার কথা মাথায় রেখে বৃহস্পতিবার অভিজ্ঞ বাঁ-হাতি পেসার বিশ্বকাপের দলে ফেরানোর কথা ভাবছেন পাকিস্তান৷ পাকিস্তানের বিশ্বকাপ দলে ছিলেন না মোহাম্মদ আমির। তবে বিশ্বকাপের আগে ইংল্যান্ডে সফরে ভালো করতে পারলে বিশ্বকাপ দলে জায়গা করে নেয়ার সুযোগ ছিল। কিন্তু ‘চিকেনপক্স’ এর কারণে ইংল্যান্ডের বিপক্ষেও খেলা হচ্ছে না আমিরের।ইংল্যান্ডের বিপক্ষে একটি টি-২০ এবং পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে পাকিস্তান৷ একমাত্র টি-২০ ম্যাচে হার দেখেছে। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম তিনটিতে ০-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে পাকিস্তান৷ ওয়ান ডে সিরিজে ব্যাটসম্যানরা পারফর্ম করলেও বোলিং ব্যর্থতা নিয়ে চিন্তিত টিম ম্যানেজমেন্ট৷ ফলে আমিরকে বিশ্বকাপের দলে ফেরানোর কথা ভাবছেন পাক নির্বাচকরা৷ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পাকিস্তান দল রয়েছেন এই বাঁ-হাতি গতিতারকা৷ কিন্তু ‘চিকেনপক্সের’ জন্য লন্ডনে তাঁর চিকিৎসা চলছে৷ তবে অধিনায়ক সরফরাজ ও কোচ মিকি আর্থারের সঙ্গে কথা বলে আমেরকে বিশ্বকাপের দলে ফেরানো সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে পাকিস্তান৷ টিম ম্যানেজমেন্টের আশা বিশ্বকাপের আগে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন আমির।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও