![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-04%252F9e867805-21bc-46c2-9d28-0797a2cf6772%252FWhatsApp_Image_2024_04_26_at_18_42_13.jpeg%3Frect%3D35%252C0%252C2076%252C1384%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
আবাহনীকে জেতালেন এক ব্রাজিলিয়ান
প্রথম আলো
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৪, ১৯:৩০
গোল আসছে না দেখে ৬৭ মিনিটে নাবিব নেওয়াজের জায়গায় রবিউল হাসানকে মাঠে পাঠান আন্দ্রেস ক্রুসিয়ানি। আবাহনী কোচের এই বদল কাজে এসেছে। ৭৪ মিনিটে আবাহনী কাঙ্ক্ষিত গোলটি পেয়েছে রবিউলের ক্রস থেকেই। বক্সে উড়ে আসা ক্রসে প্রথমে ব্রাজিলিয়ান ফুটবলার ব্রুনো রোকার হেডের বল লাগে শেখ রাসেল ক্রীড়া চক্রের ক্রসবারে। ফিরতি বল সহজেই জালে ঠেলেন ২৬ বছর বয়সী ফরোয়ার্ড।
বাদবাকি সময় ব্যবধান বাড়াতে পারেনি আবাহনী। তবে নিজেদের জালও রাখতে পেরেছে অক্ষত। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৩তম ম্যাচটা তারা আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় জিতেছে ১-০ গোলে। ব্রুনো হয়েছেন ম্যাচসেরা। তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন জাতীয় দলের সাবেক মিডফিল্ডার আরমান মিয়া।