নারায়ণগঞ্জে স্বপ্ন সুপার শপে জরিমানা
নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অবস্থিত সুপার শপ ‘স্বপ্ন’ এ পচা মাছ, মাংস ও মশলা পাওয়া গেছে। এ ঘটনায় স্বপ্নকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের কোয়েল পাখি ও কবুতর বিক্রি করতে নিষেধ করা হয়েছে। এ ছাড়াও পণ্যের দাম সঠিকভাবে নির্ধারণসহ পচা পণ্য বিক্রি না করতে সতর্ক করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ রহিমা আক্তার, শেখ মেজবাহ-উল সাবেরিন ও নুসরাত খানম গতকাল দুপুরে এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত জানান, গতকাল দুপুরে সুপার শপ স্বপ্নে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখানে পচা মাছ-মাংস, পচা মশলা ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করতে দেখা যায়। এ ঘটনায় তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পচা মশলা জব্দ করা হয় এবং পচা মাছ মাংসগুলো ঢাকায় ফেরত পাঠানোর আদেশ দেয়া হয়। এ ছাড়াও পণ্যের সঠিক দাম নির্ধারণ করার জন্য তাদের সতর্ক করা হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোক্তাদের অধিকার সংরক্ষণে জেলা প্রশাসক রাব্বী মিয়ার নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়। পুরো রমজান মাস জুড়ে ও ঈদকে সামনে রেখে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।তারা আরো জানান, স্বপ্নে অভিযান শেষে বনফুল মিষ্টির দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি রাখাসহ বিভিন্ন খাবার তৈরির অপরাধে তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- নারায়নগঞ্জ
- ঢাকা