তিন নম্বর সতর্ক সংকেত: সেন্টমার্টিনে ট্রলার চলাচল বন্ধ, লঘুচাপে সাগর উত্তাল

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৮ মে ২০২৫, ১৯:০৫

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপে সেন্টমার্টিনে তীব্র বাতাস ও ভারী বৃষ্টি হচ্ছে। সাগর উত্তাল, দ্বীপের চারপাশে বেড়েছে পানি। চারদিন ধরে টেকনাফ-সেন্টমার্টিনে ট্রলার চলাচল বন্ধ।


বুধবার (২৮ মে) দুপুর থেকে ভারী বৃষ্টি ও বাতাস শুরু হয়।


জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপে কক্সবাজারসহ দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করা হয়েছে। সকাল থেকে টেকনাফ উপজেলাসহ উপকূলেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও হালকা বাতাস অব্যাহত রয়েছে।


টেকনাফ-সেন্টমার্টিন রুটের সার্ভিস বোট অ্যাসোসিয়েশনের সভাপতি রশিদ আহমদ বলেন, ‘সাগর উত্তাল ও বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে দুর্ঘটনার আশঙ্কায় ২৫ মে থেকে সেন্টমার্টিন নৌপথে নৌযান চলাচল বন্ধ রেখেছে উপজেলা প্রশাসন। তবে এ কারণে সেন্টমার্টিনে কিছুটা নিত্যপণ্য কাঁচামালের সংকট দেখা দিয়েছে।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও