You have reached your daily news limit

Please log in to continue


ভারি বৃষ্টি: চার বিভাগে নদীর পানি বিপৎসীমা ছাড়ানোর আভাস

ভারি বৃষ্টির প্রভাবে দেশের উত্তর, উত্তর পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের চার বিভাগের নদীর পানি বিপৎদসীমা অতিক্রম করতে পারে বলে আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্র-শনিবার ফেনী জেলার মুহুরী নদীর পানি বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হতে পারে। এছাড়া কিছু জায়গায় বিপৎসীমা অতিক্রমও করতে পারে।

"এসময় সিলেটের সারিগোয়াইন, সুনামগঞ্জের যাদুকাটা, হবিগঞ্জের খোয়াই, নেত্রকোণা জেলার সোমেশ্বরী নদীর পানি দ্রুত বাড়বে।বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হতে পারে এবং কিছু জায়গায় বিপৎসীমা অতিক্রমের সম্ভাবনা আছে।"

মঙ্গলবার বন্যা পূর্বাভাস কেন্দ্রের বিশেষ বুলেটিনে বলা হয়, চট্টগ্রাম বিভাগ ও সংলগ্ন উজানে ভারি থেকে অতি ভারি বৃষ্টির প্রভাবে আগামী পাঁচদিন হালদা, গোমতী, ফেনী, মুহুরী, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বাড়তে পারে।

আর রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত বাড়তে পারে।

শুক্র-শনিবার লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার তিস্তা নদীর পানি দ্রুত বেড়ে বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হতে পারে এবং কিছু জায়গায় বিপৎসীমা অতিক্রম করতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন