১২ দিনেও গ্রেপ্তার হয়নি ঘাতক
দৌলতপুরে বীথি (২২) নামে এক গৃহবধূকে গণধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে থানায় অভিযোগ হয়েছে। ঘটনার ১২দিন অতিবাহিত হলেও হত্যার সঙ্গে জড়িত ধর্ষকরা কেউ গ্রেপ্তার না হওয়ায় নিহত গৃহবধূর দরিদ্র অসহায় পিতা চরম আতঙ্ক ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে। নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, উপজেলার চিলমারী ইউনিয়নের চরবাহিরমাদী গ্রামের আইয়ুব খা’র মেয়ে বীথিকে একই ইউনিয়নের সাতেরমোড় এলাকার সাহাব উদ্দিনের ছেলে শাহীন (২৭) সহ ২-৩ জন গত ২৪শে এপ্রিল রাতে বাড়ি থেকে কৌশলে ডেকে নিয়ে মাঠের মধ্যে গণধর্ষণ করে। একপর্যায়ে ধর্ষিতাকে তারা শারীরিক নির্যাতন ও শরীরের বিভিন্ন স্থানে সিগারেটের আগুনের ছ্যাঁকা এবং মুখের ভেতর এসিড জাতীয় পদার্থ ঢেলে দিলে ধর্ষিতা জ্ঞান হারায়। বাড়ির লোকজন মুমূর্ষু অবস্থায় বীথিকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করে। ধর্ষিতার জ্ঞান ফিরে পেলে বাড়ির লোকজনকে সে লৌহমর্ষক ঘটনার বর্ণনা দেয়। এ ঘটনার দু’দিন পর ২৬শে এপ্রিল বিকাল ৩টার দিকে সে মারা যায়। এ ঘটনায় দৌলতপুর থানায় নিহতের পিতা আইয়ুব খাঁ অভিযোগ দিলে দৌলতপুর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করে। এরপর ১২ দিন অতিবাহিত হলেও পুলিশ ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে না পারায় নিহতের পরিবারের লোকজন চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- গ্রেফতার হয়নি
- ঢাকা