মাগুরা-মহম্মদপুর সড়কের ১৬ কিলোমিটার যেন মরণ ফাঁদ
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৯, ০৬:২৬
মাগুরা জেলা সদর থেকে মহম্মদপুর উপজেলা সদর পর্যন্ত ২৬ কিলোমিটার রাস্তার মধ্যে ১৬ কিলোমিটারের দীর্ঘদিনের বেহাল দশায় অতিষ্ট হয়ে উঠেছে স্থানীয়রা। বিনোদপুর থেকে মহম্মদপুর পর্যন্ত ১৬ কিলোমিটার রাস্তার পুরোটাই পিচ, বালু, খোয়া উঠে গিয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভাঙাচোরা এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই দূর্ঘটনার শিকার হচ্ছেন স্থানীয়রা। ইতিমধ্যে প্রাণহানিসহ বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে। ফলে যানবাহন চালকসহ সাধারণ যাত্রীদের কাছে এটি এখন মরণ ফাঁদ। দ্রুত রাস্তা নির্মাণ না হলে আসন্ন বর্ষায় চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে রাস্তাটি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সড়কে বাঁক এখন মরণ ফাঁদ
- মাগুরা