![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/03/28/b06392ba14c50ef98f94c82e2b698114-5c9c8375b8073.jpg?jadewits_media_id=1427088)
জনপ্রশাসনে দলীয় ছায়া তৈরি হচ্ছে
প্রথম আলো
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ১৪:১৪
গণতান্ত্রিক সরকারব্যবস্থায় জনপ্রশাসনের ওপর রাজনীতির প্রভাব থাকবেই, কিন্তু সেটা কোনোভাবেই দলীয়করণের দিকে যাওয়া যাবে না। কিন্তু এখন অনেকেই মনে করেন জনপ্রশাসনেও দলীয় ছায়া তৈরি হচ্ছে। এর ফলে জন আস্থা, পেশাদারি এবং সার্বিকভাবে প্রশাসনের গুণগত মানের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে।—এই অভিমত সালাহউদ্দিন এম আমিনুজ্জামানের।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
www.ajkerpatrika.com
| ঢাকা বিশ্ববিদ্যালয়
১১ মাস, ২ সপ্তাহ আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে