অটোরিকশা চালকদের ধর্মঘটে ঢাকার পথে পথে অবরোধ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০১

মিটারের ভাড়ার অতিরিক্ত আদায় করলে জেল জরিমানার নিয়ম বাতিলের দাবিতে ধর্মঘটে নামা সিএনজিচালিত অটোরিকশা চালকরা রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক আটকে বিক্ষোভ করছেন।


রোববার সকাল থেকে তাদের অবরোধের কারণে ঢাকার গুরুত্বপূর্ণ দুই প্রবেশ পথ যাত্রাবাড়ী ও গাবতলী দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সপ্তাহের প্রথম কর্মদিবসে এমন অবরোধের কারণে দীর্ঘ যানজট তৈরি হয়েছে বিভিন্ন সড়কে। তাতে ভোগান্তিতে পড়েছেন চলতি পথের যাত্রীরা।


সকাল ৯টার দিকে ঢাকার বাসাবো বৌদ্ধ মন্দির এলাকায় প্রায় দশ মিনিট সড়ক অবরোধ করেন অটোরিকশা চালকরা। এ সময় অন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।


চালকদের একজন রুহুল আমিন বলেন, "এখন যে অবস্থা, তাতে মিটারে চালাইলে আমাদের পোষায় না। এই কারণে আমরা মিটারে চালাব না। বিআরটিএ এর সিদ্ধান্ত আমরা মানি না।"


গত ১০ ফেব্রুয়ারি বিআরটিএ পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাসের সই করা একটি বিজ্ঞপ্তি ঢাকার পুলিশ কমিশনারের দপ্তরে পাঠানো হয়।সেখানে বলা হয়, গ্যাস বা পেট্রলচালিত ফোর স্ট্রোক থ্রি-হুইলার অটোরিকশার জন্য সরকার নির্ধারিত মিটারের ভাড়ার হারের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে মামলা করার ‘নির্দেশক্রমে অনুরোধ’ করা হল।


২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৩৫(৩) ধারা মনে করিয়ে দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো কন্ট্রাক্ট ক্যারিজের মালিক বা চালক রুট পারমিট এলাকার মধ্যে যে কোনো গন্তব্যে যেতে বাধ্য থাকবেন। মিটারে প্রদর্শিত ভাড়ার অতিরিক্ত অর্থ দাবি বা আদায় করতে পারবেন না। এ নিয়ম ভাঙলে আইনের ৮১ ধারা অনুযায়ী অনধিক ছয় মাসের কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। চালকের ক্ষেত্রে অতিরিক্ত হিসেবে দোষসূচক এক পয়েন্ট কাটার বিধান রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও