![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/02/05/cab6bac797fe92b735dc2e5587b53560-5c5937015fc02.jpg?jadewits_media_id=1414449)
ছাদ ধসে পড়ার ঘটনায় তিন প্রকৌশলী সাময়িক বরখাস্ত
প্রথম আলো
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:০৮
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে এক শ্রমিক নিহত ও পাঁচ শ্রমিক আহত হওয়ার ঘটনায় নির্বাহী প্রকৌশলীসহ স্থানীয় গণপূর্ত কার্যালয়ের তিন প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কুষ্টিয়ার গণপূর্ত কার্যালয় সূত্রে বিষয়টি জানা গেছে।