বনবিবির পূজা
প্রথম আলো
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০১৯, ১২:৪৪
খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের সুন্দরবনসংলগ্ন যেসব জায়গায় বনবিবির পূজা হয়, সেসবের একটি এই গ্রাম। দক্ষিণ বাংলার আবহমান লোকসংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ বনবিবির পূজা। ঐতিহ্য অনুযায়ী প্রতিবছরের মতো এবারও মাঘে (১৬ জানুয়ারি) সুন্দরবনলাগোয়া লোকালয়ে ঘটা করে মা বনবিবির পূজা হয়েছে। মূলত, গোলপাতা ও বনের কাঠ দিয়ে ছোট আকারে বানানো হয় মণ্ডপগুলো। পুরোহিতদের কাছ থেকে জানা গেল, মণ্ডপে বনবিবির...