![](https://media.priyo.com/img/500x/https://www.banglanews24.com/media/imgAll/2018October25/sm/Rajshahi-Tobacco-Law-Violat20190122061805.jpg)
প্রয়োগের শিথিলতায় গুরুত্ব হারাচ্ছে তামাক নিয়ন্ত্রণ আইন
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০১৯, ০৬:১৪
রাজশাহী: ‘ধূমপান মৃত্যু ঘটায়’- তিন শব্দের ছোট্ট এ বাক্যটি কমবেশি সবারই জানা। কিন্তু এরপরও আইন করে বন্ধ করা যায়নি তামাকের অবাধ ব্যবহার। ২০০৫ সালের মার্চে বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণে আইন তৈরি হয়। ২০১৩ সালে সংশোধিত হয়েছে। বিধিমালা চূড়ান্ত হয়েছে ২০১৫ সালে। কিন্তু বিধি থাকলেও বাস্তবায়ন নেই! আইন তৈরি করার পরও কঠোরভাবে তা প্রয়োগের উদ্যোগ নেই। আর প্রয়োগের শিথিলতায় মাহাত্ম্য হারাচ্ছে 'তামাক নিয়ন্ত্রণ আইন'।