পাকিস্তানের মাটিতে খেলতে রাজি এবিডি ভিলিয়ার্স!

আমাদের সময় প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০১৯, ১৭:০২

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির পর এবার পিএসএল খেলবেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবিডি ভিলিয়ার্স। পিএসএল খেলতে পাকিস্তানও সফর করবেন জানিয়েছেন সাবেক এই প্রোটিয়া অধিনায়ক।বিপিএলে ঢাকার প্রথম পর্ব শেষ হলেও এখন পর্যন্ত বাংলাদেশে এসে পৌঁছাননি তিনি। তবে সিলেট পর্বে রংপুর রাইডার্সের সঙ্গে যোগ দেওয়ার কথা এই প্রোটিয়া ক্রিকেটার। এরই মধ্যে আরও একটি সুখবর দিয়েছেন ভিলিয়ার্স। তবে সেটি পাকিস্তান ক্রিকেট সমর্থকদের জন্য। আসন্ন পাকিস্তান সুপার লিগে খেলবেন ভিলিয়ার্স।পিএসএল প্লেয়ার্স ড্রাফট থেকে ভিলিয়ার্সকে দলে ভেড়ান লাহোর কালান্দার্স। গ্রুপ পর্বের শেষ দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানে। সেখানে গিয়ে খেলার কথা নিশ্চিত করেন ভিলিয়ার্স। এক প্রেস বিজ্ঞপ্তিতে পাকিস্তানে খেলার ব্যাপারে জানানা ভিলিয়ার্স।‘আগামী ৯ ও ১০ মার্চ হোম গ্রাউন্ডে লাহোর কান্দালার্সের হয়ে খেলতে মুখিয়ে আছি আমি। আমি আবারো গাদ্দাফি স্টেডিয়ামে খেলতে মুখিয়ে আছি। আমার লক্ষ্য টুর্নামেন্টে লাহোরকে ভালো কিছু দেওয়া। আমি জানি পাকিস্তানে ক্রিকেটই দ্বিতীয় ধর্ম। ২০০৭ সালে পাকিস্তান সফরে যে ভালোবাসা পেয়েছিলাম সেটি এখনো মনে আছে। আমি মনে করি আমার দ্বারা কিছুটা হলেও পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানো সম্ভব।’ভিলিয়ার্স খেলবেন পাকিস্তান সমর্থকদের জন্য এটি সুখবর হলেও সব ম্যাচ খেলবেন না তিনি। পারিবারিক কারণে গ্রুপ পর্বের অনেক ম্যাচই খেলতে পারবেন না তিনি। শেষ কয়েকটি ম্যাচে লাহোরের হয়ে খেলার প্রতিশ্রুতি দিয়েছেন ভিলিয়ার্স। তার সমস্যা বুঝতে পারার জন্য লাহোর কান্দালার্স ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ জানান সাবেক এই প্রোটিয়া অধিনায়ক।গত বছর আইপিএল শেষ হওয়ার পরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন এই প্রোটিয়া ক্রিকেটার। তারপর থেকেই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিয়েছেন ভিলিয়ার্স। এর আগে একবার টেস্ট ক্রিকেটকে বিদায় বললেও পরবর্তীতে দেশের ক্রিকেটের কথা চিন্তা করে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। আগামী ফেব্রুয়ারি ১৪ তারিখ থেকে শুরু হবে পাকিস্তান সুপার লিগ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও