কমোডের চেয়ে বেশি জীবাণু স্মার্টফোনে!
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০১৯, ০৪:৪৪
এ দেশে শৌচাগারের অভাব থাকতে পারে, মোবাইল ফোনের নেই! হাটেবাজারে, মাঠেঘাটে, এমনকি শৌচাগারেও মোবাইল নিয়ে যাওয়া কার্যত রেওয়াজ হয়ে গিয়েছে। প্রযুক্তির উপরে এই নির্ভরতায় যোগাযোগ হয়তো নিবি়ড় হয়েছে। কিন্তু জনস্বাস্থ্য বিজ্ঞানীরা বলছেন, মোবাইলের দৌলতে বা়ড়ছে জীবাণুঘটিত সংক্রমণের বিপদও!