কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


শিক্ষার্থীদের সমস্যা-সংকট জানতে চায় ঢাবি ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের একাডেমিক, ব্যক্তিগত, আবাসন ও আর্থিক অসচ্ছলতা-সংশ্লিষ্ট যেকোনো সমস্যা-সংকট ছাত্রলীগকে জানানোর অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। শুক্রবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের শীর্ষ মেধাবী শিক্ষার্থীদের জন্য ছাত্রলীগের পক্ষ থেকে ‘দেশরতœ মেধাবৃত্তি’ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর সঙ্গে ‘আইডিয়া এক্সচেঞ্জ প্রোগ্রাম’ আয়োজনের প্রাক্-পরিকল্পনাও হাতে নিয়েছে সংগঠনটি। শিক্ষার্থীর শুভেচ্ছা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, নবীন শিক্ষার্থীদের মেধায় উৎসাহ, সংকটে পাশে থাকা, ছাত্রবৃত্তির মাধ্যমে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তার জন্য ছাত্রলীগের কর্মসূচি চলমান রয়েছে। বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের প্রতি ৭ দফা আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এর মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবন পাঠ ও তাঁর জীবন-দর্শন থেকে শিক্ষা নেওয়া, সমাজকল্যাণমূলক কাজে অংশগ্রহণ, প্রগতিশীল আকাঙ্ক্ষা ও শুভ কাজের প্রতিযোগিতার ছাত্ররাজনীতিতে অংশগ্রহণ, মাদক-সন্ত্রাস ও মৌলবাদের বিরুদ্ধে লড়াই ইত্যাদি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন