ঠোঁটের চাই বাড়তি যত্ন
প্রথম আলো
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০১৯, ১২:৪৮
তোমার ঘুমন্ত ঠোঁটে হাসির কুঁড়ি চোখ মেলছে তোমার অজ্ঞাতে। শামসুর রাহমানের ক্ষণকাল কবিতায় এমন বর্ণনা মেলে ঠোঁটের। সুন্দর মুখশ্রীর সঙ্গে নরমকোমল ঠোঁট তো সবারই আকাঙ্ক্ষিত। মায়ের ঠোঁটের কোমল পরশ কপালে না পেলে সন্তানের তো ঘুমই ভাঙতে চায় না। শীতের সময় কোমল ঠোঁট বাহ্যিকভাবে একটু খসখসে হয়ে উঠতেই পারে। তাই নিয়মিত যত্নে রাখা উচিত ঠোঁট। বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি...