তিন বিচারপতির ছুটি মঞ্জুর
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের তিন বিচারপতির ছুটি মঞ্জুর করা হয়েছে। তারা হলেন- বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক এবং বিচারপতি এ কে এম জহিরুল হক। বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মো. সাইফুর রহমান। তবে কবে থেকে তাদের ছুটি মঞ্জুর হয়েছে তা নিশ্চিত করেননি তিনি। এর আগে গত ২২শে আগস্ট, হাইকোর্টের তিন বিচারপতির বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধানের প্রেক্ষাপটে তাদের বিচার কার্য থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। সিদ্ধান্ত জানার পর সংশ্লিষ্ট বিচারপতিরা ছুটির আবেদন করেন। একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, ওই তিন বিচারক হলেন- বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজা উল হক এবং বিচারপতি এ.কে.এম জহিরুল হক। ওই দিনের কার্যতালিকায় তাদের নামও ছিল না। তারা বিচারিক কার্যক্রমেও অংশ নেননি। তিন বিচারপতির বিরুদ্ধে তদন্তের বিষয়টি ওই দিন সকালেই সুপ্রিম কোর্ট এলাকায় ছড়িয়ে পড়ে। এ নিয়ে শুরুতে সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট কোন বক্তব্য পাওয়া যাচ্ছিল না। পরে বিকালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা সাইফুর রহমান সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেন।