মৌলভীবাজারে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

মানবজমিন প্রকাশিত: ২৫ আগস্ট ২০১৯, ০০:০০

মৌলভীবাজারে ৭ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন, বন ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং জেলা কৃষি অধিদপ্তর যৌথভাবে এ মেলার আয়োজন করে। গতকাল দুপুরে বৃক্ষরোপণ সচেতনতায় একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে শহীদ মিনার প্রাঙ্গণ মেলা মাঠে এসে শেষ হয়। পরে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ৭ দিনব্যাপী বনজ ও ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করেন। জেলা প্রশাসক নাজিয়া শিরিন এর সভাপতিত্বে মেলা প্রাঙ্গণে আলোচনা সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার), সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, পৌর মেয়র মো. ফজলুর রহমান, কৃষি সমপ্রসারণ বিভাগের উপ-পরিচালক কাজী জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মিছবাহুর রহমানসহ জেলা ও উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ। শেষে মন্ত্রী সহ অন্যান্য অতিথিবৃন্দ স্টল পরিদর্শন করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও