রাজারহাটে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু

মানবজমিন প্রকাশিত: ০৫ আগস্ট ২০১৯, ০০:০০

‘পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টি সম্মত খাবার’এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজারহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে। গতকাল রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ পনির উদ্দিন আহম্মেদ। রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মুহঃ রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মিন্টু মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি,থানা অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার,ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম সাবু মণ্ডল,মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন বেগম, অধ্যক্ষ সফিকুল ইসলাম রানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি চাষী আবদুস ছালাম মাস্টার, জেলা পরিষদ সদস্য মো.আবদুস ছালাম, প্রেস ক্লাবের সভাপতি এস এ বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-উপজেলা কৃষি অফিসার মো.কামরুজ্জামান। শেষে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও