‘হুদা বিউটি’ বয়কটের ডাক, বিউটি মোগল হুদা কাত্তানকে নিয়ে কেন এত বিতর্ক?
প্রথম আলো
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ২০:৪৭
কেন বয়কটের ডাক এল?
ইরানের চলমান বিক্ষোভ নিয়ে একটি ভিডিও পোস্ট করায় এই বিতর্কের সূত্রপাত, যার সঙ্গে যুক্ত হয়েছে তাঁর অতীতের কিছু রাজনৈতিক মন্তব্য। সব মিলিয়ে তুমুল তোপের মুখে পড়েছে হুদা কাত্তানের হাজার কোটি টাকার প্রসাধনী সাম্রাজ্য।
বিতর্কের শুরুটা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে হুদা কাত্তান ইরান–সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করার পর। অভিযোগ উঠেছে, ইরানের চলমান বিক্ষোভ নিয়ে তিনি যে ভিডিওটি শেয়ার করেছেন, তা পরোক্ষভাবে ইরান সরকারের ‘প্রো-রেজিম’ বা সরকারপন্থী আখ্যানকেই প্রচার করছে।