আজকের রাশিফল: প্রাক্তনের ছবিতে লাইক দেবেন না, গিন্নির হাতে আজ খুন্তি

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬, ১০:২৯

মেষ


আজ আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। এতটাই যে, হয়তো ভুলে যাবেন পকেটে শেষ ১০০ টাকা আছে। রাস্তায় সাবধানে হাঁটবেন, কারণ গ্রহ বলছে আজ হোঁচট খেয়ে রাস্তায় পড়ার বদলে কারোর প্রেমে পড়ার সম্ভাবনা বেশি। তবে সাবধান, প্রেমিকার বাবার লাঠি আপনার রাশির নক্ষত্রমণ্ডলে আজ স্পষ্ট দেখা যাচ্ছে না, তাই বিপদে পড়ার আগে পগার পার হওয়াই বুদ্ধিমানের কাজ হবে! চিপসের প্যাকেট খোলার সময় সতর্কতা অবলম্বন করুন, অর্ধেক হাওয়াই বের হবে।
বৃষ


বৃষ রাশির জাতকদের জন্য আজ ভোজনবিলাসের দিন। কিন্তু সমস্যা হলো, খাওয়ার পর বিল দেওয়ার সময় আপনার ফোনে ‘নো ইন্টারনেট’ বা ‘সার্ভার ডাউন’ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে। অফিসের বসের সামনে বেশি মাথা চুলকাবেন না, বস ভাবতে পারেন আপনার মাথায় খুশকি বা বুদ্ধি—যেকোনো একটা বেশি, ফলে কাজের লোড ডাবল হতে পারে। রাস্তার মোড়ের বিরিয়ানির দোকানে আজ না যাওয়াই ভালো, হজমের গোলযোগ দেখা যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও