রাজনীতিবিদদেরই সরকার, বারবার দরকার

প্রথম আলো এহতেশামুল হক প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬, ২২:২২

আমরা সমাজ হিসেবে রাজনীতিবিদদের খুব একটা পছন্দ করি না। আপনি একটা সামাজিক অনুষ্ঠানে একটু পরিমিত কথা বলেন, কেউ একজন মুখ বাঁকিয়ে বলবে, ‘তুমি তো আজকাল একদম রাজনীতিবিদদের মতো কথা বলো।’ আবার অন্য কোথাও যদি কোনো একটি বক্তব্য একটু জোরালোভাবে দেন, কেউ বলবে আপনি রাজনীতিবিদদের মেঠো বক্তব্য চালাচ্ছেন। দুই দিকেই বিপদ। তবু বলতেই হবে, বাংলাদেশের সামনে এখন দরকার রাজনীতিবিদদের সরকার। যেখানে রাজনীতিবিদেরা পার্শ্বচরিত্র হিসেবে থাকবেন না, তাঁরাই হবেন চলচ্চিত্রের প্রধান অভিনেতা ও অভিনেত্রী।


২০২৬ সালের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন দ্রুত আমাদের দিকে ধেয়ে আসছে। একটা সময় ছিল, যখন আমরা ধরেই নিতাম, পাঁচ বছর পরপর নিয়মিত নির্বাচন হবে, এবং আমরা হেলেদুলে ভোট দিতে যাব। কিন্তু পনেরো বছরের স্বৈরাচারী ও অত্যাচারী হাসিনাতন্ত্রের পতনের পর আমরা বলতেই পারি, আর কোনো কিছু এত সহজভাবে নেওয়া যাবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও