বিরোধ নিষ্পত্তি কমিটিতে গিয়েও ব্যর্থ বাংলাদেশ, খবর পিটিআইয়ের
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬, ১৬:০২
ভারত থেকে ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আবেদনে বাংলাদেশের আরও একটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে খবর দিয়েছে ভারতের সংবাদ সংস্থা পিটিআই।
গত বুধবার আইসিসিতে ভোটাভুটিতে ১৪-২ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। এতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে গিয়ে খেলার কোনো বিকল্প নেই তাদের সামনে।
পিটিআই এক প্রতিবেদনে জানায়, এরপর বাংলাদেশ ওই সিদ্ধান্ত পাল্টাতে আইসিসির বিরোধ নিষ্পত্তি কমিটির (ডিআরসি) শরণাপন্ন হয়।
তবে নিজেদের নিয়মের ১.৩ ধারা অনুযায়ী আইসিসি কিংবা এর অনুমোদিত কোনো কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল বিভাগ হিসেবে তাদের কাজের এখতিয়ার নেই ডিআরসির।
এ কারণে বাংলাদেশের আবেদন খারিজ করে দেয় ডিআরসি। জানায়, আইসিসির আইন অনুযায়ী এটা তাদের আওতার বাইরের বিষয়।
পিটিআইয়ের ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের বদলে কোন দেশ সুযোগ পাচ্ছে এর ঘোষণা আসতে পারে শনিবার।
- ট্যাগ:
- খেলা
- টি-টোয়েন্টি বিশ্বকাপ